নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ সেপ্ঢেম্বর৷৷ লেফুঙ্গা থানাধীন বামুটিয়ার ওএনজিসি এলাকা থেকে এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার৷ মৃতের নাম সঞ্জীব গোয়ালা (২২)৷ তার নিজ ঘর থেকেই উদ্ধার হয় তার মরদেহ৷ পেশায় গাড়ি মেকানিক ছিল সে৷ হামেশাই বাড়িতে মত মত অবস্থায় এসে ঝগড়ায় লিপ্ত হতো বলে অভিযোগ করে তার বোন সংগীতা গোয়ালা৷
মদমত্ত অবস্থায় বাড়িতে এসে বোন এবং মার সাথে ঝগড়ায় লিপ্ত হয় বলে অভিযোগ৷ এমনকি একসময় বোন এবং মাকে শারীরিক নিগ্রহ করে৷ তার আক্রমণ থেকে রক্ষা পেতে মা এবং বোন বাড়ি থেকে অন্যত্র চলে যায়৷ তার কিছুটা পর মা বাড়িতে এসে ছেলের ঝুলন্ত দেহ দেখতে পায় বলে জানায় বোন সঙ্গীতা গোয়ালা৷ ঘটনাস্থলে যায় বামুটিয়া ফাঁড়ির পুলিশ৷ মৃতদেহ উদ্ধার করে পাঠানো হয় জিবিপি হাসপাতালে৷ তবে মৃত্যুর পেছনে পারিবারিক কলহই দায়ী নাকি অন্য কোন রহস্য রয়েছে তা নিয়ে উঠছে প্রশ্ণ৷