BSF detains 47 Rohingya : রোহিঙ্গা সন্দেহে ৪৬ জন বেদে আটক করল বিএসএফ

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ১৬ সেপ্ঢেম্বর৷৷ রোহিঙ্গা সন্দেহে আটক ৪৬ জন কলকাতা উত্তর ২৪ পরগনা জেলার বাইদ্যা গোষ্ঠী৷ঘটনার বিবরণে জানা যায় বুধবার দুপুর বেলা কলকাতা থেকে একদল বাইদ্যা ত্রিপুরার সোনামুড়া মহাকুমা বক্সনগর পুটিয়া বাইদ্যা বস্তিতে আনোয়ার হোসেন নামে এক দালালের হাত ধরে আসে৷ একসাথে এতগুলো বাইদ্যা বস্তিতে আশায় এলাকার কোন সোর্সঃ বিএসএফের কাছে খবর দেয়৷ ও দিন রাতে আনুমানিক ৩ ঘটিকার সময় পুটিয়া বিওপির জওয়ানরাগিয়ে ৪৬ জন ভারতীয় নাগরিককে রোহিঙ্গা সন্দেহে বি ও পি তে আটক করে নিয়ে যান৷ ৪৬ জন বাইদ্যার মধ্যে ৩০ জন ছিলেন পুরুষ লোক, ১০ জন মহিলা সহ ছয়জন শিশু ছিল৷

রাতভর বিএসএফের উর্দতন কর্তৃপক্ষ সহ জওয়ানরা তাদের জিজ্ঞাসাবাদ করে, বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত বিএসএফের কর্তৃপক্ষ রা সন্দেহভাজন ৪৬ জন বাইদ্যা নাগরিকদের বিভিন্ন কাগজপত্র খতিয়ে দেখেন৷ পরবর্তী সময়ে তাদের কাছে অবৈধ কোন নথিপত্র মেলেনি, মেলেনি বহিঃ দেশের কোন নথিপত্র৷ তাদের কাছে ভারতীয় আইডেন্টি কার্ড সহ আধার কার্ড, ভারতীয় মুদ্রা পাওয়া যায়৷ এইসব প্রমাণ তথ্য পেয়ে বিএসএফের কর্তৃপক্ষ তাদের সসম্মানে বস্তিতে ছেড়ে দেন৷তারা বর্তমানে পুটিয়া গ্রাম পঞ্চায়েতের ৪ নং ওয়ার্ডের বাইদ্যা বস্তিতে অবস্থান করছেন৷ তাদের সরদার অর্থাৎ দালাল হিসেবে পরিচিত আনোয়ার হোসেন নামে এক ব্যক্তি৷ তার পরিচালনায় এই বস্তি চলে৷

জানা গেছে তিনি বাংলাদেশ কিংবা বহি রাজ্য থেকে কমিশনের বিনিময়ে বাইদ্যাদের তুলে নিয়ে আসেন৷ পুটিয়া বাইদ্যা বস্তিতে ৫ থেকে ৬ টি পরিবার সরকারি সহযোগিতা পান৷ কারণ তাদের কাছে অরজিনাল কাগজপত্র রয়েছে৷ তাই তাদের সরকার রেশন কার্ড থেকে শুরু করে সরকারি ঘর বিভিন্ন সহযোগিতা করছেন৷ তবে তাদের সাথে কথা বলে জানতে পারা যায় তারা যেখানে স্থান পায় ওইখানেই রাত কাটায়৷ উত্তর ২৪ পরগনা থেকে আগত বাইদ্যাদের মূল ব্যবসা হল হল ম্যাজিক দেখিয়ে কিংবা তাবিজ বিক্রি করে পয়সা রোজগার করা৷ তারা দেশের বিভিন্ন রাজ্যে ঘুরে ঘুরে এই ব্যবসা চালান৷ তারা এক প্রকার কচুরিপানার মত৷ তবে বিএসএফে তাদের দু দিনের সময় দিয়েছে এখানে থাকার জন্য৷ করুণা প্রাক্কালে তাদের নিজের স্থানে ফিরে যাওয়ার জন্য আদেশ দেন৷