নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ সেপ্ঢেম্বর৷৷ বাংলাদেশের ঘাঁটি থেকে পালিয়ে এসে তিন এনএলএফটি জঙ্গী আত্মসমর্পণ করেছে৷ তারা পয়েন্ট ২২ একটি পিস্তল এবং পাঁচ রাউন্ড তাজা কার্তুজ জমা দিয়েছে৷ পুলিশ জানিয়েছে, আত্মসমর্পণকারী তিন জঙ্গী এনএলএফটির পিডি গোষ্ঠীর৷
পুলিশ সূত্রে সংবাদে জানা গিয়েছে, ধৃত তিন জঙ্গী হল অলিন্দ্র রিয়াং (২৫), বাড়ি উত্তর জেলার আনন্দবাজার থানার অধীন গছিরাম পাড়া, অনিন্দ রিয়াং (৩৫), বাড়ি আনন্দবাজার থানার অধীন জয়মণি পাড়া এবং দ্রাও কুমার রিয়াং (৩০), বাড়ি উত্তর জেলার আনন্দবাজার থানার অধীন খাসিতাই পাড়ায়৷ তারা বুধবার পুলিশের স্পেশাল ব্রাঞ্চের কাছে আত্মসমর্পণ করেছে৷ তারা বাংলাদেশের রাঙামাটি জেলার বাগাইছড়ি ঘাঁটি থেকে পালিয়ে এসেছে৷
পুলিশ জানিয়েছে, জিজ্ঞাসাবাদে আত্মসমর্পণকারীরা বলেছে তারা ২০১৯ সালে জঙ্গী দলে যোগদান করেচ৷ তারা বাংলাদেশের ঘাঁটিতে প্রশিক্ষণ নিয়েছে৷ তাদের যেসব প্রতিশ্রুতি দিয়ে জঙ্গীদলে সামিল করা হয়েছিল সেসব প্রতিশ্রুতি পালন করা হচ্ছে না৷ স্বাধীন ত্রিপুরার স্বপ্ণ দেখানো হয়েছিল তাদের৷ কিন্তু, তারা জঙ্গী দলে যোগ দেওয়ার পর অনুভব করতে পারে তা কোন ভাবেই সম্ভব নয়৷ প্রচন্ড অর্থাভাব এবং খাদ্যভাবে তারা বিধবস্ত হয়ে পড়েছিল৷ শেষ পর্যন্ত উপায় না পেয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসার পথে হাটল৷ তাই কোনওরকমে বাংলাদেশের ঘাঁটি থেকে পালিয়ে এখানে এসে স্পেশাল ব্রাঞ্চের কর্মীদের সাথে যোগাযোগ স্থাপন করে এবং অবশেষে আত্মসমর্পণ করেছে৷

