Proxy to a Tripura examinee : নীট পরীক্ষায় ত্রিপুরার পরীক্ষার্থীর প্রক্সি দিতে গিয়ে বারানসিতে ধৃত দুই

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ সেপ্ঢেম্বর৷৷ নীট পরীক্ষায় ত্রিপুরার ছাত্রীর জন্য প্রক্সি দিতে গিয়ে হাতেনাতে ধরা পড়লেন বিডিএস-র ছাত্রী৷ বারাণসী পুলিশ ওই প্রক্সি ছাত্রী এবং তাঁর মা-কে গ্রেফতার করেছে৷ অবশ্য, ত্রিপুরার ওই মেডিকেল পরীক্ষার্থীর বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেওয়ার খবর পাওয়া যায়নি৷ কারণ, রাজ্য পুলিশের কাছে এ-সংক্রান্ত খবর এখনো এসে পৌছায়নি৷ খবরে প্রকাশ, সোলের দল ওই জালিয়াতির সাথে জড়িত৷


জাতীয় স্তরের একাধিক হিন্দি দৈনিকে প্রকাশিত খবরে জানা গেছে, গত রবিবার বারাণসীর সারনাথের সোনাতালাব স্থিত মেডিকেলে অভিন্ন প্রবেশিকা পরীক্ষা (নীট) কেন্দ্রে ত্রিপুরার পরীক্ষার্থী হীনা বিশ্বাসের প্রক্সি দিতে গিয়ে বিএইচইউ-র বিডিএস-র দ্বিতীয় বর্ষের ছাত্রী জুলি কুমারীকে পুলিশ গ্রেফতার করেছে৷ সাথে তার মা ববিতা কুমারীকেও পুলিশ গ্রেফতার করেছে৷ টাকার লোভে জালিয়াতির সাথে জড়িয়ে পড়লেন মা ও মেয়ে৷


জানা গেছে, জুলির বাবা মুন্না কুমার সব্জি বিক্রেতা৷ ওই জালিয়াতির সাথে তারও যোগ রয়েছে বলে পুলিশের অনুমান৷ তবে, সোলের দলের মাস্টার মাইন্ডকে জালে তোলার জন্য পুলিশ আপ্রাণ চেষ্টা চালিয়েছে৷ প্রকাশিত সংবাদে জানা গেছে, ৪৪১১১১২০৪১ রোল নম্বরের পরীক্ষার্থী ত্রিপুরার বাসিন্দা হীনা বিশ্বাস ও তার বাবা গোপাল বিশ্বাস টাকার বিনিময়ে প্রক্সি ব্যবস্থা করেছিলেন৷ ৫ লক্ষ টাকায় রফা হয়েছিল৷ তাতে স্পষ্ট, সোলের দলের বিস্তার ত্রিপুরা পর্যন্ত ছড়িয়েছে৷
এদিকে, ওই জালিয়াত দলের সদস্যদের পাশাপাশি হীনা বিশ্বাসকে খুঁজে বের করার জন্য পুলিশের চারটি দল গঠন করা হয়েছে৷ তবে, ত্রিপুরা পুলিশের কাছে এখনো এ-বিষয়ে কোন খবর আসেনি৷ রাজ্য পুলিশ সুত্রে দাবি, নীট পরীক্ষায় ত্রিপুরার পরীক্ষার্থীর প্রক্সি দিতে দুই জনের গ্রেফতারের ঘটনায় তদন্তে ত্রিপুরা পুলিশের কাছে তথ্য আসেনি৷