দুবাই, ১৫ সেপ্টেম্বর (হি.স) : আগামী রবিবার থেকে সংযুক্ত আরব আমিরশাহিতে আইপিএলের বাকি অংশ। প্রথম ম্যাচে মুখোমুখি চেন্নাই সুপার কিংস এবং মুম্বই ইন্ডিয়ান্স। আর প্রথম ম্যাচ থেকেই স্টেডিয়ামে ফিরছে দর্শকরা। বুধবার টুইট করে এমনটাই জানানো হল আয়োজকদের পক্ষ থেকে। তবে স্টেডিয়াম ভরতি দর্শক নয়, মাঠে বসে ম্যাচ দেখার অনুমতি পাবেন নির্দিষ্ট সংখ্যক দর্শকরাই। ২০১৯ সালের পর এই প্রথম দর্শকদের উপস্থিতিতে আয়োজিত হবে আইপিএলের ম্যাচ। ২০১৯ সালে শেষবার মাঠে গিয়ে আইপিএল দেখবার সুযোগ পেয়েছিলেন দর্শকরা। তারপর দেশজুড়ে করোনা সংক্রমণ ছড়িয়ে পড়ায় দর্শকশূণ্য মাঠেই অনুষ্ঠিত হয়েছে বিশ্বের সেরা টি-২০ লিগটি। তবে ক্রিকেট প্রেমীদের জন্য সুখবর নিয়ে এসেছে বিসিসিআই।
আগামী ১৯ সেপ্টেম্বর হাইভোল্টেজ প্রথম ম্যাচে মুখোমুখি হবে পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স ও তিনবারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস। টি-টোয়েন্টি বিশ্বকাপের ঠিক আগেই আইপিএল আয়োজিত হওয়ায় দেশের ক্রিকেটারদের টি-২০ ফর্ম দেখতে মুখিয়ে আছেন ক্রীড়া অনুরাগীরা।