Food to 300 poor people : আগরতলা মিউনিসিপাল কর্পোরেশনের ইঞ্জিনিয়াররা ৩০০ জন গরিব লোকদের হাতে খাবার তুলে দেন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ সেপ্টেম্বর।। ৫৪তম ইঞ্জিনিয়ার্স ডে উপলক্ষে বুধবার আগরতলা মিউনিসিপাল কর্পোরেশনের ইঞ্জিনিয়াররা ৩০০ জন গরিব লোকদের হাতে খাবার তুলে দেন ইন্জিনিয়ার্স ডে উপলক্ষে ইঞ্জিনিয়ার এসোসিয়েশন বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছে। এর অঙ্গ হিসেবে নানা সামাজিক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। বুধবার এ উপলক্ষে আগরতলা মিউনিসিপাল কর্পোরেশনের ইঞ্জিনিয়াররা ৩০০ জন গরিব লোকদের হাতে খাবার তুলে দেন।

উদ্যোক্তারা জানান সামাজিক দায়িত্ববোধের অঙ্গ হিসেবে তারা এ ধরনের কর্মসূচি গ্রহণ করেছেন। আগামী দিনেও তাদের এ ধরনের সামাজিক কর্মসূচি অব্যাহত থাকবে বলে স্টেট ইঞ্জিনিয়ার এসোসিয়েশন এর কর্মকর্তারা জানিয়েছেন। ইঞ্জিনিয়ার ডে উপলক্ষে ব্রাজের ইঞ্জিনিয়ারদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপন পরিলক্ষিত হয়। উল্লেখ্য ইঞ্জিনিয়াররা বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচী বাস্তবায়নের পাশাপাশি সামাজিক কাজকর্ম বিভিন্ন সময়ে নিজেদের যুক্ত করছেন। তাদের এ ধরনের সামাজিক কর্মসূচির ভূয়শী প্রশংসা করেছে বিভিন্ন মহল।