Sudden fire at the power line : আইজিএম হাসপাতালে টিকিট কাউন্টারে হঠাৎ করে বিদ্যুৎ লাইনে আগুন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ সেপ্টেম্বর।। আইজিএম হাসপাতালে একটি টিকিট কাউন্টারে হঠাৎ করে বিদ্যুৎ লাইনে আগুন লেগে যায়। মুহূর্তের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে হাসপাতাল জুড়ে। দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।


রাজধানী আগরতলা শহরে আইজিএম হাসপাতালে শনিবার টিকিট কাউন্টারে হঠাৎ করে বিদ্যুৎ সংযোগ থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ঘটনাকে কেন্দ্র করে হাসপাতালে আসা রোগী ও সাধারণ মানুষের মধ্যে তীব্র আতঙ্কের সৃষ্টি হয়। লোকজন আতঙ্কে ছোটাছুটি করতে শুরু করেন। খবর পাঠানো হয় দমকল বাহিনীকে। দমকল বাহিনীর জওয়ানরা আইজিএম হাসপাতালে এসেছি প্রায় আধাঘন্টা সময় দেরি করে। তাতে হাসপাতালে রোগী ও তাদের পরিবারের লোকজনদের মধ্যে হয় তীব্র ক্ষোভের সঞ্চার হয়। গণরোষের মুখে পড়ে দমকল বাহিনীর জওয়ানরা। তাদের দায়িত্ব জ্ঞান নিয়োগ নানা মহলে নানা প্রশ্ন উঠেছে। রাজধানী আগরতলা শহরের একটি গুরুত্বপূর্ণ হাসপাতালে অগ্নিকাণ্ডের খবর পেয়ে কেন এত দেরিতে দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছেছে তা নিয়েও প্রশ্ন উঠেছে।
অগ্নিকাণ্ডে অবশ্য বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে জানা গেছে। ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে এসে ঘটনা তদন্ত করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *