নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (হি.স.): রাজধানী দিল্লিতে বৃষ্টি হয়েই চলেছে। প্রবল বৃষ্টির জেরে শনিবার ফের জলমগ্ন হয়ে পড়ল দিল্লির বিস্তীর্ণ অঞ্চল। রাস্তায় জল জমে যাওয়ায় শ্লথ গতিতে চলাচল করেছে যানবাহন, ফলে সপ্তাহের শেষ দিন দুর্ভোগে পড়তে হয়েছে দিল্লিবাসীকে। প্রবল বৃষ্টির জেরে দিল্লির মধু বিহার এলাকায় হাঁটু পর্যন্ত জল জমে যায়। এছাড়াও মোতি বাগ, আর কে পুরম, জোড়বাগ প্রভৃতি এলাকা জলের তলায় চলে যায়।
দিল্লি-তে ভারী বৃষ্টির ‘হলুদ সতর্কতা’ আগেই জারি করেছে ভারতীয় আবহাওয়া দফতর (আইএমডি)। সেই মতো শনিবার ভোর থেকেই প্রবল বৃষ্টি শুরু হয় দিল্লির বিস্তীর্ণ অঞ্চলে। কয়েক ঘন্টার বৃষ্টিতেই দিল্লির বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা সম্পূর্ণ জলের তলায় চলে যায়। দিল্লি ছাড়াও এদিন বৃষ্টি হয়েছে হরিয়ানা ও উত্তর প্রদেশের কিছু অংশেও।