নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ সেপ্টেম্বর।। যান দূর্ঘটনা কেড়ে নিলো চার বছর বয়সী এক নিষ্পাপ শিশুর প্রাণ।মৃত শিশুর নাম অভি চাকমা।ঘটনা শনিবার কুমারঘাট থানাধীন কাছাড়িছড়া এলাকায়। রাজ্যে যান দুর্ঘটনা নিত্যদিনের বিষয় হয়ে দাঁড়িয়েছে। শনিবার অভার্কার্ট থানাধীন কাছারি ছড়া এলাকায় পথদুর্ঘটনায় এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মৃত শিশুটির নাম অভি চাকমা।
ঘটনার বিবরণে জানা যায়,পানীয় জল ও স্বাস্থ্য বিধান দপ্তরের অধীনে TR02G-1627 নম্বরের একটি বোলেরো পিকাপ গাড়ী গ্রামে পানীয় জল পৌছে দিয়ে ফিরছিলো কুমারঘাটের দিকে।তখনই রাস্তায় থাকা চার বছরের অভি চাকমাকে বোলেরো পিকাপ গাড়ী ধাক্কা দেয় বলে অভিযোগ।গাড়ীর ধাক্কায় থেতলে যায় ছোট্ট অভির মাথা।খবর পেয়ে সেখানে ছুটে যায় শিশুটির মা-বাবা সহ নিকটাত্মীয়রা।ঘটনা প্রত্যক্ষ করে স্থানীয়রা খবর দেন কুমারঘাট দমকল বাহিনীকে।দমকল কর্মীরা তাকে উদ্ধার করে কুমারঘাট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত বলে ঘোষনা করেন।শিশুর সন্তানের মৃত্যুর খবরে কান্নায় ভেঙে পড়েন তার মা-বাবা সহ আত্মীয়স্বজন।খবর পেয়ে ছুটে যায় কুমারঘাট থানার পুলিশ।ঘাতক গাড়ীকে আটক করে এবং চালককে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায় পুলিশ।দূর্ঘটনায় ছোট্ট শিশুর এভাবে মৃত্যুর ঘটনায় এলাকায় নেমে আসে গভীর শোকের ছায়া।