নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ সেপ্টেম্বর।। শ্যামলী বাজার এলাকায় সরকারি আবাসন থেকে এক ব্যক্তির ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করা হয়েছে। মৃত ব্যক্তির নাম অমর জীবন দেববর্মা। পেশায় সরকারি কর্মচারী। শুক্রবার রাজধানী আগরতলা শহর এলাকার শ্যামলী বাজারে সরকারি আবাসন থেকে এক সরকারি কর্মচারীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করা হয়েছে। মৃত ব্যক্তির নাম অমর জীবন দেববর্মা। বয়স ৫২ বছর।আজ সকালে পরিবারের লোকজনকে বাড়িতে না থাকার সুযোগ নিয়ে ওই ব্যক্তি ফাঁসিতে আত্মহত্যা করে।
পরে তার পরিবারের লোকজনরা বাড়িতে ফিরে এসে ওই ব্যক্তির ঝুলন্ত মৃতদেহ দেখতে পেয়ে তাকে জীবিত ভেবে তার দুই ছেলে মৃতদেহটি নামিয়ে ফেলে পুলিশকে না জানিয়ে। পরে তার বাবার মৃত্যু হয়েছে বিষয়টি বুঝতে পেরে জিবি পুলিশ ফাঁড়িতে খবর দেয়। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে জিবি হাসপাতালে নিয়ে যায়। জানা যায় মৃত ব্যক্তি একটি ব্যাংক থেকে অনেক টাকা লোন নিয়েছিলেন। সেই টাকা ফেরত না দিতে পেরে ফাঁসিতে আত্মহত্যা করে। জানা যায় অমর জীবন নামের ওই ব্যক্তি একজন সরকারি চাকরিজীবী ছিলেন এবং দীর্ঘদিন যাবত সেক্রেটারিতে কর্মরত ছিলেন। ঋণের দায়ে চাকুরীজীবির মৃত্যুর সংবাদে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ মৃতদেহটিকে ময়নাতদন্তের জন্য জিবি হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

