Protests and demonstrations : প্রভিডেন্ট ফান্ড আধিকারিকের অফিসের সামনে বিভিন্ন দাবিতে প্রতিবাদ বিক্ষোভ ও ধরনা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ সেপ্টেম্বর।। ত্রিপুরার জুট মিল শ্রমিক কর্মচারী ও ডাই ইন হার্নেস ও পেনশনারসের যৌথ উদ্যোগে বিক্ষোভ কর্মসূচি সংগঠিত করা হয় ভোলাগিরি প্রভিডেন্ট ফান্ড অফিস প্রাঙ্গণে।


জুট মিল শ্রমিক কর্মচারীদের যৌথ সংগঠনের উদ্যোগে শুক্রবার ভোলাগিরিস্থিত প্রভিডেন্ট ফান্ড আধিকারিকের অফিসের সামনে বিভিন্ন দাবিতে প্রতিবাদ বিক্ষোভ ও ধরনা সংগঠিত করা হয়। সংগঠনের নেতৃবৃন্দ জানান প্রভিডেন্ট ফান্ড কর্তৃপক্ষ জুট অবসরপ্রাপ্তদের পেনশন সংক্রান্ত বিষয় নিয়ে তালবাহানা করা হচ্ছে। পেনশন প্রদানের ক্ষেত্রে সব ধরনের সিলিং তুলে দিয়ে আশানুরূপ পেনশন প্রদানের জন্য তারা দাবি জানিয়েছে। অবিলম্বে পেনশন প্রদানের ক্ষেত্রে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা না হলে তারা আরও বৃহত্তর আন্দোলনে সামিল হবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন।ধরনা স্থল থেকে এক প্রতিনিধি দল প্রভিডেন্ট ফান্ড আধিকারিকের কাছে ডেপুটেশন ও স্মারকলিপি প্রদান করেন। অবিলম্বে বিষয়টি বিবেচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার জন্য সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে।