নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ৯ সেপ্ঢেম্বর৷৷ কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক এর হাত দিয়ে তিন দিনব্যাপী গণেশ পূজার উদ্বোধন হয় বিশালগড় লালসিং৷ মুড়া স্ট্যান্ড সংলগ্ণ জাতীয় সড়কের পাশে৷ বিশালগড় মন্ডল কমিটি বিগত ২ বছরের ন্যায় এই বছরও গণেশ পূজায় ব্রতী হয়েছে৷ তিন দিনব্যাপী চলবে গনেশ পূজা৷ তিনদিন প্রসাদ দেওয়া হবে এবং সাংসৃকতিক অনুষ্ঠানে থাকবে৷
বৃহস্পতিবার সন্ধ্যা ৭ ঘটিকায় ফিতা কেটে এবং প্রদীপ জ্বালিয়ে মন্ডপের উদ্বোধন করেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক, এছাড়াও উপস্থিত ছিলেন খাদি বোর্ডের চেয়ারম্যান রাজিব ভট্টাচার্য, স্পোর্টসের সচিব অমিত রক্ষিত এবং বিশালগড় মন্ডল সভাপতি সুশান্ত দেব৷ প্রতিমা ভূমিকা আলোচনা করতে গিয়ে বলেন পূর্বে বিশ্বকর্মা পুজো দিয়ে শারদ উৎসবের সূচনা হত৷ বিগত ৩ বছর যাবৎ রাজ্যে গণেশ পুজো দিয়ে শারদ উৎসবের সূচনা হচ্ছে৷ প্রতিমা ভৌমিক রাজ্যবাসীকে করোণা থেকে রক্ষা করার জন্য এবং রাজ্যবাসীর মঙ্গলের স্বার্থে গণেশ ঠাকুরের কাছে প্রার্থনা করেন৷ প্রতিমা ভৌমিক এর আগমনকে ঘিরে পূজামণ্ডপে ভক্তদের উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায়৷