Ganesh Pujo was organized by Ambasa : প্রথমবারের মতো গণেশ পুজোর আয়োজন করলো আমবাসা সংঘশ্রী ক্লাব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ সেপ্টেম্বর।। প্রথমবারের মতো গণেশ পুজোর আয়োজন করলো আমবাসা সংঘশ্রী ক্লাব। এই উপলক্ষে ক্লাব প্রাঙ্গণে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে এলাকার ৫০ জন গরীব দুঃস্থদের মধ্যে বস্ত্র বিতরণ করা হয়। সিদ্ধিদাতা গণেশ পূজা কে কেন্দ্র করে আনন্দ উল্লাসে মাতোয়ারা আমবাসা।এদিনের গনেশ পূজা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী জায়া তথা পূর্বদয় সামাজিক সংস্থার সম্পাদিকা নীতি দেব, পুত্র আরিয়ান দেব, সংঘশ্রী ক্লাবের সম্পাদক আশীষ ভট্টাচার্য, আমবাসা পুর পরিষদের প্রাক্তন পুর পিতা চন্দন ভৌমিক, বিশিষ্ট সমাজসেবী উত্তম অধিকারী সহ ক্লাবের অন্যান্য কর্মকর্তারা।

এদিন পুজো শেষে অঞ্জলি প্রদান করেন নিতী দেব। প্রথমবারের মতো এই গণেশ পুজোকে কেন্দ্র করে ব্যাপক সাড়া পরিলক্ষিত হয় গোটা এলাকা জুড়ে। এক সাক্ষাৎকারে নীতি দেব বলেন এই পুজো যেন প্রতিবার করা হয় ।পাশাপাশি এই ধরনের সামাজিক কর্মসূচিও যেন অব্যাহত রাখা হয়।গনেশ পূজাকে কেন্দ্র করে আমবাসায় ধর্মপ্রাণ মানুষের মধ্যে বিপুল উৎসাহ উদ্দীপনার পরিলক্ষিত হয়। সামাজিক দূরত্ব বজায় রেখে ধর্মপ্রাণ মানুষকে আনন্দ উপভোগ করতে উদ্যোক্তাদের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।