মুম্বই, ১০ সেপ্টেম্বর (হি.স) : আগামী লোকসভা নির্বাচনের আগে বিজেপি বিরোধী মহাজোট গড়ার কাজ শুরু হলেও পদে পদে ধাক্কা খাচ্ছে। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পর এবার সম্ভাব্য বিরোধী জোটের অন্যতম কংগ্রেসকে নিশানা করলেন এনসিপি সুপ্রিমো শরদ পওয়ার। তাঁর বক্তব্য কংগ্রেস নেতাদের মানসিকতা বদলাতে হবে। তবেই, অন্যান্য বিজেপি বিরোধী দলের সঙ্গে কংগ্রেসের সুসম্পর্ক তৈরি হবে।
এক সাক্ষাৎকারে এনসিপি সুপ্রিমো বলেছেন, কংগ্রেসকে বুঝতে হবে, একটা সময় হয়তো কংগ্রেস কাশ্মীর থেকে কন্যাকুমারী পর্যন্ত বিস্তৃত বিশাল দল ছিল। কিন্তু এখন আর তেমন নয়। কংগ্রেস নেতাদের এটা মেনে নিতে হবে। আর যেদিন ওরা এই সত্যিটা মেনে নেবে, সেদিনই দেখবেন অন্য রাজনৈতিক দলের সঙ্গে কংগ্রেসের নৈকট্য বাড়ছে।” বস্তুত, বিজেপি বিরোধী মহাজোটের নেতৃত্ব দেওয়া নিয়ে কংগ্রেসের যে অনড় মনোভাব, তা একেবারেই না-পসন্দ শরদ পওয়ারের। তিনি বলছেন,”সব দল, বিশেষ করে আমার কংগ্রেসী সহকর্মীরা নেতৃত্ব নিয়ে অন্যভাবে ভাবতাই রাজি নন।”
প্রসঙ্গত, এরাজ্যের বিধানসভা নির্বাচনের পর দিল্লিতে বিজেপি বিরোধী মহাজোট তৈরির উদ্যোগ নিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু তাঁর সেই উদ্যোগ বারবার বাধাপ্রাপ্ত হচ্ছে নেতৃত্বের প্রশ্নে। রাজনৈতিক মহলের মতে, কংগ্রেসের অনড় মনোভাবই বিরোধী শিবিরের ঐক্যের পিছনে বাধা হয়ে দাঁড়াচ্ছে।