নিজস্ব প্রতিনিধি, শান্তিরবাজার, ৬ সেপ্ঢেম্বর৷৷ শান্তিরবাজার মহকুমার পূর্ব পাড়া এলাকায় আজ সকালে খোকন দাস নামে এক ব্যক্তির ঝুলন্ত মৃতদেহ দেখতেপায় এলাকাবাসী৷ পরবর্তী সময় খবর দেওয়াহয় শান্তির বাজার থানায়৷ খোকন দাসের অস্বাভাবিক মৃত্যু নিয়ে উনার ছেলে জানান বাড়ীর লোকজনের অনুপস্থিতিতে এমন সিদান্ত নিয়েছে খোকন দাস৷
উনার ছেলে জানান খোকন দাস বিগত অনেকবছর যাবৎ শ্বাসকষ্টে ভোগছিলো৷ অবশেষে রোগের যন্তনা সয্য করতেনাপেরে আত্ম হত্যার পথ বেছেনেয় বলে অভিযোগ পরিবারের লোকজনদের৷ ঘটনার খবরপেয়ে শান্তির বাজার থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মৃতদেহ ময়নাতন্তের জন্য শান্তির বাজার জেলাহাসাপাতালে নিয়ে যায়৷ মৃতদেহ ময়নাতদন্তের পর পরিবারের লোকজনের হাতে তুলেদেওয়াহবে৷ খোকন দাসের অস্বাভাবিক মৃতুতে সমগ্র এলাকাজুরে শোকের ছায়া নেমে এসেছে৷

