নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ সেপ্ঢেম্বর৷৷ কল্যাণপুরের প্রত্যন্ত গ্রামে নিখোঁজ হওয়া উপজাতি যুবক অবশেষে অক্ষত অবস্থায়ই বাড়ি ফিরে এলো৷ স্বাভাবিকভাবেই ঘটনায় এলাকাজুড়ে স্বস্তিরভাব পরিলক্ষিত হয়৷ খবরে প্রকাশ শুক্রবার বিকেলে বাড়ি লাগোয়া জঙ্গলে গরু আনতে গিয়েই নিখোঁজ হয় মেবার দেববর্মা (২৪) পিতা- সাবেন্দ্র দেববর্মা বাড়ি- কল্যাণপুর থানা এলাকার আখড়াবাড়ী এডিসি ভিলেজের কালীকৃষ্ণ পাড়ায়৷ ঘটনার পর থেকেই এলাকাবাসীরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও নিখোঁজ হয়ে যাওয়া মেবারের কোনো সন্ধান পায়নি৷ শেষ পর্যন্ত কল্যাণপুর থানার পুলিশকে ঘটনাটি সবিস্তারে জানিয়ে নিখোঁজ ডায়েরি করা হয়৷ এরই মধ্যে পরিবারের তরফে তান্ত্রিকের দ্বারস্থ হয়ে পূজা-পার্বণ করা হয়৷ তাদের বক্তব্য তান্ত্রিক নিখোঁজ যুবক ৪৮ ঘণ্টার মধ্যেই বাড়ি ফিরে আসার দাওয়াই দেয়৷ টানা দু’দিন পুলিশ এলাকাবাসী যৌথভাবে চিরুনি তল্লাশিতে নিখোঁজ যুবকের কোন হদিস না পেলেও শেষ পর্যন্ত তান্ত্রিকের দাওয়াই মতোই গভীর রাতে অক্ষত অবস্থায় বাড়ি ফিরে আসে রহস্যজনকভাবে নিখোঁজ হওয়া যুবক মেবার৷
উল্লেখ্য গত শুক্রবার মেবার দেববর্মা এবং তার বৌদির রেশমি দেববর্মা বাড়ি লাগোয়া পার্শবর্তী জঙ্গল থেকে গৃহপালিত গরু আনতে গিয়ে হঠাৎ জঙ্গলে কিছু একটা দেখে ভয়ে এলোপাতাড়ি দৌড়াতে থাকে দুজনেই৷ পরবর্তী সময়ে মহিলা বাড়িতে ফিরে আসলেও দেবরকে খুঁজে পাওয়া যায়নি৷ শেষ পর্যন্ত নিখোঁজ যুবক বাড়িতে ফিরে আসায় গোটা এলাকায় স্বস্তিরভাব পরিলক্ষিত হয়েছে৷