নিজস্ব প্রতিনিধি, বক্সনগর, ৩ সেপ্ঢেম্বর৷৷ সিপাহীজলা জেলার নলছর ব্লকের নলছর পূর্ব গ্রাম পঞ্চায়েতের তিন নম্বর ওয়ার্ডের একটি নদী রয়েছে যে নদীটি থেকে ওইখানকার বালু মাফিয়ারা অবৈধভাবে মেশিনের মাধ্যমে বালু তোলার ফলে একদিকে যখন নদীর এপার ওপার ভাঙতে ভাঙতে কৃষিজমি গুলিকে গ্রাস করে ফেলেছে৷ তার পাশাপাশি গাড়ি দিয়ে বালু নেওয়ার ওই এলাকার রাস্তাঘাট গুলি ছিন্নভিন্ন হয়ে গেছে৷
সবচেয়ে সমস্যার সম্মুখীন হয়ে পড়েছে প্রবণ অঞ্চল গ্রাম পঞ্চায়েতের অফিসটি৷ কারণ এই পঞ্চায়েতের সামনে দিয়ে বালুর গাড়ি গুলি যাতায়াত করছে যার ফলে পঞ্চায়েতের সামনে যে রাস্তাটি জলকাদা বড় বড় গর্ত পরিণত হয়েছে৷ যার ফলে ওই পঞ্চায়েতে অফিস করার জন্য কর্মচারীরা বড় বিপাকে পড়েছে৷ তাছাড়া সাধারণ মানুষও পঞ্চায়েতে আসার জন্য এই রাস্তাটি তাদের কাছে বিপদ হয়ে দাঁড়িয়েছে৷ প্রতিনিয়ত বড়-ছোট দুর্ঘটনা হচ্ছে সরকারের তরফ থেকে রাস্তাটি সংস্কার করা হলেও কিন্তু বালু তোলা বন্ধ না হওয়ার ফলে ওই বালুর গাড়িগুলি প্রতিনিয়ত যাওয়ার ফলে রাস্তাগুলি একমাসে ঠিক থাকে না৷ এমনটাই অভিযোগ করছেন ওইখানকার স্থানীয় লোক৷
তাছাড়া ওই পঞ্চায়েতের তিন নম্বর ওয়ার্ডে একটি কৃষি ফার্ম ছিল সেই সেই ফার্মটি বালু তোলার কারণে ভাঙতে ভাঙতে একেবারেই শেষ সীমানা এসে পড়েছে৷ গ্রামের মেম্বার এবং প্রশাসনিক আধিকারিক একসময় ভাতা প্রদান করলে তাদেরকে হুমকি দেয় এবং বাজারে আসলে দেখে নেবে বলে বালু মাফিয়া সুবাস নম: এবং গণেশ নম:৷ এতকিছু অভিযোগ থাকা সত্ত্বেও কেন নিশ্চুপ রয়েছেন৷ সূত্রের খবর ও সমস্ত বালু মাফিয়া কাছ থেকে মোটা অংকের টাকা নিয়ে থাকে বন দপ্তর৷ কারণ এই বিষয় নিয়ে পূর্ব নলছর গ্রাম পঞ্চায়েতের লোকজন বারবার বনদপ্তর এর কাছে এই বিষয়টি জানালেও তারা কোনো ভূমিকা গ্রহণ করছে না৷ এ বিষয় নিয়ে সন্দেহ রয়েছে৷ ওই এলাকাবাসীদের দাবি যদি বনদপ্তর বালু তোলা বন্ধ না করে তাহলে তারা আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামবে৷

