নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ৩ সেপ্ঢেম্বর৷৷ ২০২৩ সালের নির্বাচনকে সামনে রেখে এবং বিজেপির সাংগঠনিক শক্তি বৃদ্ধির লক্ষ্যে এক কাজ করেন এ বৈঠক অনুষ্ঠিত হয় তেলিয়ামুড়া মহকুমার ২৯ কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের চাকমা ঘাট কমিনিউটি হল গৃহে শুক্রবার৷বিজেপি রাজ্য কমিটির নির্দেশ অনুসারে খোয়াই জেলার ৬ টি মন্ডলের সভাপতি ও সম্পাদক এবং দলের বিভিন্ন সংগঠনের সম্পাদক সভাপতি দের নিয়ে এই কার্যকারীনী বৈঠক হয়৷ দলীয় পতাকা এবং প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে শুক্রবার এই কার্যকারীনি বৈঠক শুরু হয়৷ শুক্রবার সকাল ১১ টা নাগাদ৷
এই দিনেরে কার্যকরণ এ বৈঠকে উপস্থিত ছিলেন ত্রিপুরা রাজ্য প্রভারী বিনোদন সোনকর, উত্তর-পূর্বাঞ্চলের সংগঠনের মন্ত্রী৷ এছাড়াও এই বৈঠকে উপস্থিত ছিলেন বিজেপি খোয়াই জেলা সভাপতি তথা কল্যাণপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক পিনাকি দাস চৌধুরী, তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রের বিধায়িকা কল্যাণী রায়, কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক ডঃ অতুল দেববর্মা, খোয়াই জেলা প্রভারি অমিত রক্ষিত সহ জেলার ছয়টি মন্ডলের এবং বিভিন্ন শাখা সংগঠনের সভাপতি এবং সম্পাদকরা৷ বিজেপি খোয়াই জেলা সভাপতি তথা বিধায়ক পিনাকি দাস চৌধুরী বলেন, সংগঠনকে আরও বেশি করে শক্তিশালী করে তোলার জন্যই রাজ্য কমিটির নির্দেশ অনুসারে এই কার্যকারিনী বৈঠক অনুষ্ঠিত হয়৷ বৈঠকে কেন্দ্রীয় নেতৃত্ব যে নির্দেশ দেবে সংগঠনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রত্যেকটা মন্ডল সেই ভাবে সংগঠনকে এগিয়ে নিয়ে যাবে৷ উদ্দেশ্য সংগঠনকে শক্তিশালী করে তোলা৷ এছাড়া সাংগঠনিকভাবে সংগঠনকে মজবুত এবং শক্তিশালী করার লক্ষ্যে বক্তব্য রাখেন বিজেপি রাজ্য প্রভারিবিনোদন সোনকর, উত্তর-পূর্বাঞ্চলের সংগঠনের মন্ত্রী, সহ তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রের বিধায়ক কল্যাণী রায় এবং কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক ডঃ অতুল দেববর্মা৷

