বেজিং, ৪ সেপ্টেম্বর (হি.স.): পরপর দু’বার মৃদু তীব্রতার ভূমিকম্পে কেঁপে উঠল চিন। শনিবার সকাল ৬.৫৮ মিনিট নাগাদ প্রথমে ভূকম্পন অনুভূত হয় চিনের জাঙ্গুই থেকে ৮৭ কিলোমিটার পশ্চিম-উত্তর পশ্চিমে, রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল ৪.৬। এরপর সকাল ৭.২৪ মিনিট নাগাদ ৪.৭ তীব্রতার ভূকম্পন অনুভূত হয় চিনের শাচে থেকে ৯২ কিলোমিটার দক্ষিণ-পূর্বে।
মার্কিন যুক্তরাষ্ট্রের জিওলজিক্যাল সার্ভে জানিয়েছে, শনিবার সকাল ৬.৫৮ মিনিট নাগাদ ৪.৬ তীব্রতার ভূকম্পন অনুভূত হয় চিনের জাঙ্গুই থেকে ৮৭ কিলোমিটার পশ্চিম-উত্তর পশ্চিমে, এরপর সকাল ৭.২৪ মিনিট নাগাদ ৪.৭ তীব্রতার ভূকম্পন অনুভূত হয় চিনের শাচে থেকে ৯২ কিলোমিটার দক্ষিণ-পূর্বে। ভূমিকম্পের তীব্রতা অপেক্ষাকৃত কম থাকায় ক্ষয়ক্ষতি হয়নি বলেই জানা গিয়েছে।

