People facing truble : বিদ্যুৎ, জল ও রাস্তাঘাট বেহাল ভাগ্যপুর গ্রামের আশিটি পরিবারের ভাগ্য ফিরছে না

নিজস্ব প্রতিনিধি, চুড়াইবাড়ি, ২ সেপ্ঢেম্বর৷৷ বিদ্যুৎ পরিষেবা থেকে শুরু করে পানীয় জল ও চলাচলের উপযোগী রাস্তাঘাট থেকে বঞ্চিত উত্তরের ভাগ্যপুর গ্রামের সত্তর থেকে আশিটি পরিবার৷উত্তর জেলার ধর্মনগর মহকুমার কালাছড়া ব্লকাধীন ভাগ্যপুর গ্রাম পঞ্চায়েতের দুই নং ওয়ার্ডে বসবাসকারি জনগন নানা সমস্যার মধ্যে দিন গুজরান করছেন৷ দুই নং ওয়ার্ডে রয়েছে পানীয় জল ও রাস্তাঘাট বিদ্যুতের সমস্যা৷ উক্ত পাড়াতে বেশ কয়েকটি পরিবার রয়েছে যাহারা ইরিক্সা চালিয়ে পরিবার পরিচালনা করে৷কিন্তু উক্ত এলাকায় বিদ্যুতের সমস্যার কারনে ইরিক্সা চালকরা সময় মত ইরিক্সা চার্জ করতে পারছে না৷সাত আট মাস পূর্বে উক্ত পাড়াতে স্ট্রিট লাইট লাগানো হয়৷


স্টিট লাইট গুলি লাগানোর পর একদিনের জন্যও জ্বলেনি৷ দীর্ঘ দিন যাবত ভাগ্যপুর গ্রাম পঞ্চায়েতের দুই নং ওয়ার্ডে নানা সমস্যা থাকলেও সমস্যা গুলি সমাধানের জন্য কোন পদক্ষেপ নেওয়া হচ্ছে না৷ ফলে জন দুভর্োগ চরমে উঠে৷কালাছড়া ব্লকাধীন ভাগ্যপুর গ্রাম পঞ্চায়েত এর দুই নং ওয়ার্ডে সত্তর থেকে আশিটি পরিবার বসবাস করে৷ এই পাড়াতে নানা সমস্যার মধ্যে অন্যতম সমস্যা হল পানীয় জলের সমস্যা৷ পাড়াতে নাই কোন মার্ক টু বা রিংওয়েল৷ পাড়াতে সাপ্লাইয়ের লাইন থাকলেও সেই সাপ্লাইয়ের পয়েন্ট গুলি দিয়ে জল আসে না৷ পাড়াতে পানীয় জলের কোন ব্যাস্তা না থাকার কারনে এলাকার জনগন নিজেরা কাঁচা কূয়া তৈরি করে পানীয় জলেরের চাহিদা পূরণ করতে হচ্ছে৷ এই পাড়াটিতে রয়েছে রাস্তা ঘাটের বেহাল দশা৷ পড়ার রাস্তা গুলি দীর্ঘদিন যাবত সংস্কার করা হয়নি৷


রাস্তা গুলি সংস্কার না করার কারনে রাস্তা গুলিতে সৃষ্টি হয়েছে বিরাট বিরাট গর্তের৷ বৃষ্টি হলে রাস্তা গুলি দিয়ে যাতায়ত করতে গিয়ে সমস্যায় পড়তে হচ্ছে এলাকার জনগন থেকে শুরু করে সুকল ছাত্র ছাত্রীরা৷তাছাড়া পাড়ার রাস্তা গুলি কাঁচা রাস্তা হবার ফলে রাস্তাতে সব সময় জল দাড়িয়ে থাকে৷ এই পাড়ার বিদ্যুতেররও বেহাল দশা৷ দিনের বেশির ভাগ সময় বিদ্যুৎ থাকে না৷ যা ও কিচ্ছু সময়ের জন্য আসে তখন ভলন্টিজ থাকে লো৷ গ্রামের জনগন জানান, এই গ্রামে বেশ কয়েকটি পরিবার রয়েছে যাহারা ইরিক্সা চালিয়ে পরিবারের ভরন পোষন চালায়৷ ইরিক্সা হল ব্যাটারি চালিত৷


ব্যাটারি চালিত হবার কারনে ইরিক্সর ব্যাটারি চার্জ দিতে হয়৷ কিন্তু বিদ্যুতের সমস্যার কারনে তারা সময় মত ইরিক্সার ব্যাটারি চার্জ দিতে পারছে না৷ ইরিক্সার ব্যাটারি চার্জ দিতে না পারার কারনে চালকরা ইরিক্সা চালাতে পারছে না৷ গ্রামের জনগন জানায় তাদের পাড়াতে বেশ কয়েক মাস আগে রাস্তাতে স্টিট লাইট লাগানো হয়েছে৷ এই দুই নং ওয়ার্ডেও বেশ কয়েকটি স্টিট লাইট লাগানো হয়৷


কিন্তু বেশ কয়েক হাজার টাকা ব্যয় করে রাস্তাতে স্ট্রিট লাইট লাগানো হলেও এই স্ট্রিট লাইট গুলি একদিনের জন্যও জ্বলেনি৷ রাত ঘনিয়ে আসলে সুকল ছাত্র-ছাত্রীদের লেম বাতি ভরসা করে পড়াশোনা করতে হয়৷ তাছাড়া এই গ্রামটি কৃষি নির্ভর গ্রাম৷ স্বাভাবিক ভাবে অনিয়মিত বৃষ্টিপাতের কারনে কৃষি করতে হলে জল সেচের প্রয়োজন৷কিন্তু বিদ্যুতের বেহাল দশার কারনে জল সেচ ব্যাবস্তাও ভেঙ্গে পড়েছে৷এলাকার জনগন অভিযোগ করে বলেন, তাদের গ্রামের নান সমস্যা গুলি সম্পর্কে তারা পঞ্চায়েত থেকে ব্লক কতৃপক্ষকে বেশ কয়েকবার জানিয়েছে৷কিন্তু কোন কাজ হয় নি৷ এলাকার জনগনের দাবি অবিলম্ভে যাহাতে তাদের সমস্যা গুলি সমাধান করা হয়৷