নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ সেপ্ঢেম্বর৷৷ আজকের শিশু ও কিশোর-কিশোরীরা যদি সুুস্থ দেহ নিয়ে বড় হতে না পারে তাহলে সমাজের সার্বিক বিকাশ সম্ভব নয়৷ তারা সমাজে অন্য সবার সাথে তাল মিলিয়ে চলতে পারবেনা৷ রাজ্যের শিশু, কিশোর-কিশোরীরা যাতে সুুস্থ দেহ ও মন নিয়ে বড় হতে পারে সেজন্যই মুখ্যমন্ত্রী সুুস্থ শৈশব-সুুস্থ কৈশোর অভিযানের সূচনা হয়েছে৷
আজ রাণীরবাজার প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে পশ্চিম ত্রিপুরা জেলাভিত্তিক মুখ্যমন্ত্রী সুুস্থ শৈশব-সুুস্থ কৈশোর অভিযানের উদ্বোধন করে তথ্য ও সংস্ক’তি মন্ত্রী সুুশান্ত চৌধুরী একথা বলেন৷
অনুষ্ঠানে তিনি বলেন, আজকের শিশু ও কিশোর-কিশোরীরা আস্তে আস্তে বড় হয়ে উঠবে৷ ভবিষ্যতে সমাজ ও রাষ্ট্রের দায়িত্ব নেবে৷ অনুষ্ঠানে তিনি রাজ্যে স্বাস্থ্য পরিকাঠামোর উন্নয়নের কথা তুলে ধরেন৷ তথ্য ও সংস্ক’তি মন্ত্রী কোভিড পরিস্থিতিতেও রাজ্যে আশাকর্মী ও অঙ্গনওয়াড়িকর্মীগণ বাড়ি বাড়ি গিয়েও কোভিড টিকাকরণে যেভাবে কাজ করেছেন তার ভূয়সী প্রশংসা করেন৷ তিনি বলেন, সবার সম্মিলিত প্রয়াসেই কোভিড টিকাকরণে ত্রিপুরা দেশের অনেক রাজ্য থেকে এগিয়ে রয়েছে৷ অনুষ্ঠানে তথ্য ও সংস্ক’তি মন্ত্রী সুুশান্ত চৌধুরী কয়েকজন শিশু ও কিশোর-কিশোরীকে ভিটামিন-এ সিরাপ খাইয়ে দেন৷
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাণীরবাজার পুর পরিষদের ভাইস চেয়ারম্যান শঙ্কর সাহা, পশ্চিম ত্রিপুরা জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডা. দেবাশিষ দাস, জিরানীয়া মহকুমার মহকুমা শাসক জীবন ক’ষ্ণ আচার্য, জেলা নোডাল অফিসার ডা. সুুখেন্দ নাথ প্রমুখ৷ পশ্চিম ত্রিপুরা জেলায় ১ লক্ষ ৭৬ হাজার ৬৭০ জন শূন্য থেকে ১৯ বছর বয়সী শিশু ও কিশোর-কিশোরীদের এই অভিযানের আওতায় আনা হবে৷