নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ সেপ্ঢেম্বর৷৷ চলতি মাসেই স্নাতক শংসাপত্র প্রদানের দাবিতে আজ বুধবার উচ্চ শিক্ষা অধিকর্তার কাছে ডেপুটেশন দিয়েছেন এমবিবি এবং বিবিএম কলেজের ছাত্রছাত্রীরা৷ পরিস্থিতি স্বাভাবিক থাকলে জুনেই তাঁরা স্নাতক শংসাপত্র পেতেন৷ কিন্তু করোনার প্রকোপে এখন তা অনিশ্চিত হয়ে পড়েছে৷
আজ মহারাজা বীরবিক্রম কলেজ এবং বীরবিক্রম মেমোরিয়াল কলেজের ছাত্রছাত্রীরা শিক্ষা ভবনে যান৷ তাঁদের বক্তব্য, করোনার প্রকোপে এ বছর পরীক্ষা হয়নি এখনও৷ অনলাইনে পরীক্ষার সূচি নির্ধারিত হলেও কোনও এক অজ্ঞাত কারণে তা বাতিল হয়ে গেছে৷ কিন্তু এখন সময় মতো স্নাতকের শংসাপত্র না পাওয়া গেলে ভবিষ্যতে উচ্চ শিক্ষার জন্য আবেদন জানানো যাবে না৷ তাঁদের দাবি, এমবিবি বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্ত অনুযায়ী ৩১ আগস্ট থেকে ৪ সেপ্ঢেম্বরের মধ্যে পরীক্ষার সূচি নির্ধারিত হয়েছিল৷ এতে কিছুটা স্বস্তি পাওয়া গিয়েছিল৷ কিন্তু এখন পর্যন্ত পরীক্ষার দিনক্ষণ ঘোষণা করেননি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ৷
তাঁদের আরও বক্তব্য, এখন অফলাইনে পঠন-পাঠন এবং তার পর যদি পরীক্ষা হয় তাহলে অনেকটা সময় অতিরিক্ত প্রয়োজন হবে৷ অথচ ইতিমধ্যে বেসরকারি বিশ্ববিদ্যালয়, এমন-কি এনআইটি আগরতলা ফলাফল ঘোষণা করেছে৷ তাঁদের দাবি, চলতি মাসেই স্নাতকের শংসাপত্র প্রদানের ব্যবস্থা করা হোক৷