নয়াদিল্লি, ১ সেপ্টেম্বর (হি.স.): সাধারণ মানুষের দুর্ভোগ আরও বাড়ল। মহার্ঘ্য হল রান্নার গ্যাসের দাম। বুধবার থেকে বাড়ির রান্নার গ্যাসের দাম ২৫ টাকা বৃদ্ধি করেছে পেট্রোলিয়াম কোম্পানিগুলি। বর্ধিত মূল্য কার্যকর হয়েছে বুধবার থেকেই। এই নিয়ে বিগত ৮ মাসে রান্নার গ্যাসের দাম বাড়ল ২৯০.৫০ টাকা। বুধবার থেকে কলকাতায় ১৪.২ কেজির ভর্তুকিহীন সিলিন্ডার কিনতে হবে ৯১১ টাকা দিয়ে। আগের থেকে আরও ২৫ টাকা বেশি। দিল্লিতে ভর্তুকিহীন রান্নার গ্যাসের দাম বেড়ে হয়েছে ৮৮৪.৫০ টাকা। ১৯-কেজি কমার্শিয়াল সিলিন্ডারের দামও ৭৫ টাকা বেড়েছে, ফলে দিল্লিতে কমার্শিয়াল সিলিন্ডারের দাম বেড়ে হল ১,৬৯৩ টাকা।
এদিকে, প্রায় এক সপ্তাহ থমকে থাকার পরে বুধবার আইওসি-র পাম্পে পেট্রোল-ডিজ়েলের দর সামান্য কমছে, লিটারে যথাক্রমে ১০ পয়সা এবং ১৪ পয়সা। এর আগে আগস্টের মাঝামাঝি ১৪.২ কেজির সিলিন্ডারের দাম বাড়ে ২৫ টাকা। কেন এই মূল্যবৃদ্ধি? তেল সংস্থা সূত্রের খবর, বিশ্ব বাজারে এলপিজি-র মূল উপাদান প্রোপেন-বুটেনের দর বৃদ্ধিই এর কারণ।

