BRAKING NEWS

ঘন্টায় ১০০ কিলোমিটারের গতিতে হাইস্পিড ট্রেন চালানোর পরিকল্পনা রেলের

নয়াদিল্লি, ২৮ জুলাই (হি.স.) : দিল্লি থেকে দেশের বেশ কয়েকটি রাজ্যের শহরে ঘন্টায় ১০০ কিলোমিটারের গতিতে হাইস্পিড ট্রেন চালানোর পরিকল্পনা করেছে রেল| ২০২৩ সালের মধ্যেই চালু হয়ে যাবে ওই ট্রেন পরিষেবা | আপাতত হরিয়ানা, উত্তর প্রদেশ ও রাজস্থানের বেশ কয়েকটি শহরকে জুড়ে দেওয়া হবে ওই ট্রেন দিয়ে|
মুম্বই-আহমেদাবাদ বুলেট ট্রেন চালানোর কথা আগেই ঘোষণা করেছে কেনদ্র | এছাড়া দেশের আরও কয়েকটি শহরকে দিল্লির সঙ্গে বুলেট ট্রেন দিয়ে যোগ করার কথা জানা যাচ্ছে | এবার বুলেট ট্রেন নয় দেশের বেশ কয়েকটি রাজ্য থেকে রাজধানী পর‌্যন্ত চালু হচ্ছে হাইস্পিড ট্রেন|২০২৩ সালের মধ্যেই চালু হয়ে যাবে ওই ট্রেন | আপাতত হরিয়ানা, উত্তর প্রদেশ ও রাজস্থানের বেশ কয়েকটি শহরকে জুড়ে দেওয়া হবে ওই ট্রেন দিয়ে| ওইসব ট্রেন চলবে মেরঠ, আলওয়ার ও সোনিপথ রুটে| ওইসব লাইনের সঙ্গে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমান বন্দর ও দিল্লির বিভিন্ন রেল স্টেশনকে জুড়ে দেওয়া হবে|
২০১৮ সালেই দিল্লি-মেরঠ লাইনে কাজ শুরু হয়ে যাবে| প্রসঙ্গত দিল্লি থেকে আলওয়ারের দূরত্ব ১৮০ কিলোমিটার, দিল্লি থেকে সেনিপথের দূরত্ব ১১১ কিলোমিটার ও দিল্লি থেকে মেরঠের দূরত্ব ৯০ কিলোমিটার| মোট ৩৮১ কিলোমিটার লাইন পাততে হবে রেলকে| ওইসব লাইনে প্রতিটি ট্রেনে কোচ থাকবে ৬টি| লাইনগুলিকে জুড়ে দেওয়া হবে দিল্লির কাশ্মীরি গেট, আনন্দ বিহার, এয়ারপোর্ট, ইফকো চক, মোহন নগরের সঙ্গে|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *