BRAKING NEWS

ভারত সহ বিশ্বজুড়ে পুনরায় সাইবার হানা, ক্ষতিগ্রস্ত মুম্বইয়ের কন্টেনার বন্দর

নয়াদিল্লি, ২৮ জুন (হি.স.): ভারত সহ গোটা বিশ্বজুড়ে পুনরায় সাইবার হানা| র‌্যানসমওয়্যার ওয়ানাক্রাইয়ের পর এবার পেটিয়া বা গোল্ডেন ম্যালওয়্যারের হামলায় ত্রস্ত ভারত সহ গোটা বিশ্ব| সবচেয়ে বেশি প্রভাব পড়েছে ইউক্রেন ও রাশিয়ার উপর| আক্রান্ত ভারতও, সাইবার হামলার কারণে মঙ্গলবার রাত থেকে মুম্বইয়ে দেশের বৃহত্তম পণ্যখালাস বন্দর জওহরলাল নেহরু বন্দরের কাজকর্ম সম্পূর্ণ বন্ধ হয়েছে|
মুম্বইয়ের পণ্য পরিবাহী বন্দর জওহরলাল নেহরু পোর্ট ট্রাস্টের তিনটি টার্মিনাল পেটিয়া র‌্যানসমওয়্যারের সাইবার হানার কবলে পড়ে| সাইবার হানা হয়েছে এপি মোল্লের মায়েরস্ত কোপানির ওয়েবসাইটেও| এই সংস্থা জওহরলাল নেহরু পোর্ট ট্রাস্টের গেটওয়ে টার্মিনাল ইন্ডিয়া (জিটিআই)-এর কাজকর্ম নিয়ন্ত্রণ করে| এপি মোল্লের সাইবার হানায় আক্রান্ত হওযার পর বন্ধ হয়ে গিয়েছে দেশের বৃহত্তম কন্টেনার বন্দরের কাজকর্ম| জওহরলাল নেহরু পোর্ট ট্রাস্টের এক শীর্ষ আধিকারিক জানিয়েছেন, আমরা খবর পেয়েছি জিটিআই-এর কাজকর্ম সম্পূর্ণ বন্ধ রয়েছে| পেটিয়া র‌্যানসমওয়্যারের হানার কারণে সিস্টেম ডাউন হয়ে যাওয়াতেই এই অবস্থা|
ভারত ছাড়াও পেটিয়া র‌্যানসমওয়্যারের সাইবার হানায় আক্রান্ত হয়েছে ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, পোল্যান্ড, স্পেন, ইউক্রেন, রাশিয়া, নেদারল্যান্ডস এবং ডেনমার্ক| সবচেয়ে বেশি প্রভাব পড়েছে ইউক্রেন ও রাশিয়ায়| ইউক্রেনের ব্যাঙ্ক, বিদু্যত্ ও টেলিকম সংস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে| রাশিয়ার রোসনেফ্ট তেল কোম্পানিও সাইবার হামলার কবলে পড়েছে|
উল্লেখ্য, চলতি বছরের মে মাসে একই ধরনের হামলা হয়েছিল| সেই হানার কবলে পড়ে বহু দেশের গুরুত্বপূর্ণ নথি হ্যাক হয়েছিল| সেই ঘটনার রেশ কাটতে না কাটতে ফের সাইবার হানায় আক্রান্ত ভারত সহ গোটা বিশ্ব|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *