BRAKING NEWS

গরুর দুধ খেয়ে রোজা ভাঙছেন একাংশ মুসলিম

ভোপাল, ১ জুন (হি.স.) : ইফতারে গোমাংস নয়, গরুর দুধ খেয়ে রোজা ভাঙছেন মধ্যপ্রদেশের একাংশ মুসলিম| রাজ্যের বেতুল ও জবলপুরে রমজানের ইফতারে গরুর দুধ পরিবেশন করছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ -এর মুসলিম শাখা মুসলিম রাষ্ট্রীয় মঞ্চ | সেখানকার মুসলিমরা গরুর দুধ খেয়েই রোজা ভাঙছেন| তাদের এই উদ্যোগে ব্যপক সাড়া মিলেছে বলে দাবিমুসলিম রাষ্ট্রীয় মঞ্চের| মধ্যপ্রদেশের পাশাপাশি উত্তরপ্রদেশেও গোরুর দুধ দেওয়া হচ্ছে মুসলিম রাষ্ট্রীয় মঞ্চের তরফ থেকে| মুসলিম রাষ্ট্রীয় মঞ্চের এই উদ্যোগকে সমর্থন জানিয়েছেন লখনউরে পসমান্দ মুসলিম সমাজের সভাপতি ওয়াসিম রাইনিও|
এই বিষয়ে মুসলিম রাষ্ট্রীয় মঞ্চের যুগ্ম আহ্বায়ক শেখ মুদ্দিন বলেন, গো-মাংস অস্বাস্থ্যকর এবং ক্ষতিকর| কিন্তু তুলনায় গোরুর দুধ অনেক পুষ্টিকর| এটি খুব সহজে হজম হয়ে যায় ও শরীরের পাচনতন্ত্রকে সতেজ করে| তিনি আরও বলেন, গত তিনদিন ধরে মধ্যপ্রদেশের বেতুল ও জবলপুর জেলায় রোজ়ার পর উপোস ভাঙতে মুসলিমদের গোরুর দুধ দেওয়া হচ্ছে| এর খুব ভালো সাড়াও পাওয়া যাচ্ছে| পরবর্তীতে রাজ্যের সব জেলাতেই ইফতারে গোরুর দুধ দেওয়ার পরিকল্পনা রয়েছে বলে জানান মুসলিম রাষ্ট্রীয় মঞ্চের যুগ্ম আহ্বায়ক | মধ্যপ্রদেশের পাশাপাশি উত্তরপ্রদেশেও গোরুর দুধ দেওয়া হচ্ছে মুসলিম রাষ্ট্রীয় মঞ্চের তরফ থেকে|
মুসলিম রাষ্ট্রীয় মঞ্চের এই উদ্যোগকে সমর্থন জানিয়েছেন লখনউরে পসমান্দ মুসলিম সমাজের সভাপতি ওয়াসিম রাইনিও| তাঁর কথায়, যদি ইফতারে গোরুর দুধ থেকে বানানো পেঁড়া ও অন্য মিষ্টির ব্যবহার করা হয় তাহলে আমাদের কোনও আপত্তি নেই| বরং এতে হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের মানুষের মধ্যে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হবে|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *