BRAKING NEWS

চাকুরী বাতিলের খবরে হৃদরোগে আক্রান্ত শিক্ষক

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ৩০ মার্চ৷৷ দেশের শীর্ষ আদালতে ১০৩২৩ জন শিক্ষকের চাকুরী বাতিলের রায় ঘোাষণার সাথে সাথেই হৃদরোগে আক্রান্ত হলেন এক শিক্ষক৷ ঐ শিক্ষকের নাম রাজ্যধন নোয়াতিয়া৷ তিনিও ১০৩২৩ জনের মধ্যে একজন৷ ঘটনাটি ঘটেছে বুধবার রাতে শান্তিরবাজার মহকুমার তাকমাছড়া এলাকায়৷ বর্তমানে সঙ্কটজনক অবস্থায় ঐ শিক্ষক উদয়পুর ত্রিপুরা সুন্দরী জেলা হাসপাতালে চিকিৎসাধীন৷
সংবাদে প্রকাশ, দুই সন্তানের বাবা রাজ্যধন নোয়াতিয়া৷ পরিবারে উপর্জনশীল ব্যক্তি শুধু তিনিই৷ বৃদ্ধ মা ও স্ত্রী রয়েছে৷ রাজ্যধন নোয়াতিয়া শান্তিরবাজার মহকুমার কালমা মানিক্যপাড়া সুকলে শিক্ষকতা করেন৷ অন্যান্যদিন সুকলে গেলেও বুধবার তিনি সুকলে যাননি৷ সারাদিন টিভির দিকে তাকিয়ে ছিলেন কখন শিক্ষক মামলার চূড়ান্ত শুনানী হবে সুপ্রিম কোর্টে এবং রায় সম্পর্কে অবহিত হবেন টিভির পর্দার মাধ্যমে৷ সকাল গড়িয়ে বিকাল হয়৷ স্নায়ুর চাপ বাড়তে থাকে রাজ্যধন নোয়াতিয়ার৷ শেষ পর্যন্ত অপেক্ষার ইতি হল৷ সুপ্রিম কোর্টেও ১০৩২৩ জন শিক্ষকের চাকুরী বাতিল হয়ে গেল৷ এই খবর পেয়েই উচ্চ রক্তচাপের শিকার হন শিক্ষক রাজ্যধন নোয়াতিয়া৷ স্নান-খাওয়া একপ্রকার বন্ধ হয়ে যায় রাজ্যধনবাবুর৷ সন্ধ্যার পর তিনি ক্রমশই অসুস্থতা বোধ করতে থাকেন৷ রাত বাড়তে থাকে৷ মধ্যরাতে তিনি আচমকাই হৃদরোগে আক্রান্ত হন৷ বাড়ির লোকজন সঙ্গে সঙ্গেই তাঁকে মনু হাসপাতালে নিয়ে যায়৷ তাঁর অবস্থা সংকটজনক হওয়ায় চিকিৎসকরা উদয়পুর ত্রিপুরা সুন্দরী জেলা হাসপাতালে রেফার করে দেন৷ ত্রিপুরা সুন্দরী জেলা হাসপাতাল সূত্রে জানা গিয়েছে রাজ্যধন নোয়াতিয়ার শারীরিক অবস্থ সংকটজনক৷ তবে চিকিৎসরা আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন তাঁকে সুস্থ করে তোলার জন্য৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *