BRAKING NEWS

সার্ভিস রিভলবারের গুলিতে আত্মঘাতী আইনমন্ত্রীর দেহরক্ষী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মার্চ৷৷ আইনমন্ত্রী তপন চক্রবর্তীর সরকারি বাসভবনে তাঁর দেহরক্ষী আত্মঘাতী হয়েছেন৷ জানা গেছে, বুধবার সকাল সাড়ে নয়টা নাগাদ আইনমন্ত্রীর দেহরক্ষী বাদল শূর (৫২) নিজের সার্ভিস রিভলবার থেকে মুখে ও মাথায় গুলি চালিয়ে আত্মহত্যা করেছেন৷ তাঁর বাড়ি সিদ্ধিআশ্রম এলাকায়৷

সংবাদে প্রকাশ, বুধবার সকালেও বাদলবাবু সরকারি আবাসে ডিউটি করছিলেন৷ সকাল নয়টা নাগাদ তিনি আবাসের বাইরের দিকে একটি শৌচালয়ে যায়৷ তার কিছুক্ষণ পর আবাসে কর্মরত বাকি সদস্যরা গুলির শব্দ শুনতে পায়৷ তারা শৌচালয়ে গিয়ে দেখে বাদলবাবু নিজেই নিজেকে গুলি করে দিয়েছে৷ সঙ্গে সঙ্গেই তাকে পাঠানো হয় জি বি হাসপাতালে৷ কিন্তু, চিকিৎসকদের সমস্ত চেষ্টা ব্যর্থ করে বিকালে তাঁর মৃত্যু হয়৷ জানা গেছে বছর খানেক আগে বাদলবাবু তাঁর স্ত্রীকে হারিয়েছেন৷ তারপর থেকেই তিনি মানসিক ভাবে ভেঙ্গে পড়েছিলেন৷ তাছাড়া নানা সময়ে তাঁকে হতাশাগ্রস্ত অবস্থায় দেখা যেত বলে সহকর্মীরা জানিয়েছেন৷ এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ৷ এদিকে, বাবাকে জি বি হাসপাতালে যখন আশঙ্কাজনক অবস্থায় শয্যায় শায়িত অবস্থায় দেখেন তখন ছেলে সৌনাথ শূর (২০) অজ্ঞান হয়ে পড়ে৷ তাকেও হাসপাতালে চিকিৎসা করানো হয়৷ পুলিশ কর্মীর মৃত্যুতে সহকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *