BRAKING NEWS

বিক্ষিপ্ত ঘটনার মধ্যে শেষ হল উত্তর প্রদেশের চতুর্থ দফার নির্বাচন, ভোটের হার ৬০.৩৭ শতাংশ

লখনউ, ২৩ ফেব্রুয়ারি (হি.স.): বিক্ষিপ্ত ঘটনার মধ্যে শেষ হল উত্তর প্রদেশে চতুর্থ দফার ভোট| বৃহস্পতিবার চতুর্থ দফার ৫৩টি বিধানসভা আসনে বিকেল পাঁচটা পর‌্যন্ত গড়ে ৬০.৩৭ শতাংশ হারে ভোট পড়েছে | চতুর্থ দফায় সবচেয়ে বেশি ভোট পড়েছে ললিতপুর বিধানসভা কেন্দ্রে| সেখানে ভোটের হার ৭১.৪৪ শতাংশ | অন্যদিকে সবচেয়ে কম ভোট পড়েছে এলাহাবাদে| যেখানে ভোটের হার ৫৪.৪৮ শতাংশ| এদিন নির্বাচন শেষে এই তথ্য দিয়েছেন রাজ্যের মুখ্যনির্বাচন আধিকারীক টি বেঙ্কটেশ|
এই দফায় ভাগ্য নির্ধারণ হেয়ছে মোট ৬৮০ জন প্রার্থীর| নির্বাচন কমিশন সূত্রের খবর, ৫৩ টি বিধানসভা কেন্দ্রে মোট ১ কোটি ৮৪ লাখ ৮২ হাজার ১৬৬ জন ভোটার প্রার্থীদের ভাগ্য নির্ধারণ করেন| যার মধ্যে পুরুষ ভোটার ছিলেন ১ কোটি ৩১ হাজার ৯৩ জন| মহিলা ভোটারের সংখ্যা ৮৪ লাখ ৫০ হাজার ৩৯ জন| তৃতীয় লিঙ্গের ভোটার ছিলেন ১ হাজার ৩৪ জন| এদিনের গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলির মধ্যে রয়েছে প্রতাপগড়, কওশাম্বি, এলাহাবাদ, জালাউন, ঝাঁসি, ললিতপুর, মাহোবা, চিত্রকূট এবং ফতেহপুর|
উত্তর প্রদেশের সাত দফার নির্বাচনের আগের তিন দফায় তেমন কোনও উত্তপ্ত পরিস্থিতি তৈরি না হলেও চতুর্থ দফার নির্বাচন শান্তি পূর্ণ বলা গেল না| এদিন গুলিবিদ্ধ হলেন সমাজবাদী পার্টি (সপা)-র প্রার্থী সিদ্ধগোপাল সাহুর ছেলে| সঙ্কটজনক অবস্থায় সপা প্রার্থীর ছেলেকে কানপুরের হাসপাতালে ভর্তি করা হয়েছে| এই ঘটনায় অভিযোগের তির বহুজন সমাজ পার্টি-র প্রার্থী আরিদারমান সিং-এর ছেলের দিকে|
বৃহস্পতিবার সকাল ৭টা থেকে কড়া নিরাপত্তার মধ্যে উত্তর প্রদেশের ১২টি জেলার ৫৩টি কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয় | সকাল থেকে শান্তিপূর্ণভাবে ভোট শুরু হলেও বেলা বাড়তেই বিক্ষিপ্ত উত্তেজনাকর পরিস্থির তৈরি হয় একাধিক বিধানসভা কেন্দ্র| তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বেড়েছে ভোট দানের হারও | এদিন দুপুর ১টা পর‌্যন্ত ভোট পড়ে ৩৯ শতাংশ| বিকেল চারটেতে তা পৌঁছয় ৫৫ শতাংশে| দিনের শেষে ভোট দানের হার পৌঁছয় ৬০.৩৭ শতাংশে| এদিন সবচেয়ে বেশি ভোট পড়েছে ললিতপুর বিধানসভা কেন্দ্রে| সেখানে ভোটের হার ৭১.৪৪ শতাংশ | অন্যদিকে সবচেয়ে কম ভোট পড়েছে এলাহাবাদে| যেখানে ভোটের হার ৫৪.৪৮ শতাংশ|
চতুর্থ দফায় ভাগ্য নির্ধারিত হয়েছে কংগ্রেস নেতা প্রমোদ তিওয়ারির মেয়ে আরাধনা মিশ্রর| তিনি রামপুর খাস বিধানসভা থেকে লড়ছেন| এছাড়া বিজেপি নেতা সিদ্ধার্থনাথ সিংয়ের ভোটের ভবিষ্যতও এদিন ইভিএম- বন্দি হয়েছে এদিন| এই বিজেপি নেতা লড়ছেন এলাহাবাদ পশ্চিম বিধানসভা থেকে| উত্তর প্রদেশে মোট সাত দফার নির্বাচনের মধ্যে এই দিনটা কাটলে আরও তিন দফা নির্বাচন বাকি থাকছে| উত্তর প্রদেশে বিধানসভা নির্বাচনের ফলপ্রকাশ ১১ মার্চ|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *