ইসলামাবাদ, ২১ ফেব্রুয়ারি (হি.স.): পরপর তিনবার জোরালো বিস্ফোরণে কেঁপে উঠল পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের চারসাদ্দা তেহসিল| মঙ্গলবার দুপুরে চারসাদ্দা তেহসিলের তাঞ্জি বাজার এলাকায় একটি আদালতের কাছে পরপর তিনবার বিস্ফোরণ হয়| বিস্ফোরণে এখনও পর্যন্ত ৬ জনের মৃতু্য হয়েছে| এই ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন|
পুলিশ জানিয়েছে, বিস্ফোরণের পরই আদালত চত্বরে ঢুকে পড়ে সন্ত্রাসবাদীরা| এরপর জঙ্গিরা এলোপাথাড়ি গুলি চালাতে থাকে| সাজ্জাদ খান নামে পদস্থ এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, এই ঘটনায় এখনও পর্যন্ত কতজনের মৃতু্য হয়েছে তা পরিষ্কার করে বলা সম্ভব নয়| গোটা এলাকা ঘিরে রেখেছে পুলিশ|
চারসাদ্দা এবং খাইবার পাখতুনখাওয়া প্রদেশের হাসপাতাল গুলিতে জরুরী অবস্থা ঘোষণা করা হয়েছে| এখনও পর্যন্ত কোনও জঙ্গি সংগঠন হামলার দায় স্বীকার করেনি|
2017-02-21