নয়াদিল্লি, ১২ ফেব্রুয়ারি, (হি.স.) : হ্যাকারদের কবলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের ওয়েবসাইট। রবিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের ওয়েবসাইট হ্যাক হওয়ার বিষয়টি ধরা পড়ার সঙ্গে সঙ্গেই ওয়েবসাইটটি ব্লক করে দেওয়া হয়েছে। তবে হ্যাকিংয়ের পিছনে কারা, জানা যায়নি এখনও।
মন্ত্রকের এক শীর্ষ অফিসার জানান, হ্যাকারদের মোকাবিলায় ততপর ন্যাশনাল ইনফরম্যাটিকস সেন্টারের লোকজন । তারা প্রথমেই ওয়েবসাইটটি ব্লক করে দেন, পাশাপাশি তাদের জরুরি টিমও বিষয়টি খতিয়ে দেখছে বলে জানান মন্ত্রকের এক শীর্ষ অফিসার। ইদানীং এ দেশের বেশ কিছু সরকারি দফতরের ওয়েবসাইট পাকিস্তানি হ্যাকারদের দ্বারা আক্রান্ত হলেও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের ওয়েবসাইটি কারা হ্যাক করেছে তা জানা যায়নি ।
প্রসঙ্গত, গত চার বছরে এপর্যন্ত ৭০০-র বেশি কেন্দ্রীয় ও বিভিন্ন রাজ্য সরকারি ওয়েবসাইট হ্যাকিংয়ের শিকার হয়েছে। এ ধরনের সাইবার অপরাধে জড়িত থাকায় মোট ৮,৩৪৮ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গিয়েছে চলতি মাসে প্রকাশিত এক সরকারি পরিসংখ্যানে।
2017-02-12