চুড়াইবাড়িতে মহিলা ধর্ষিতা, পলাতক অভিযুক্ত

rapeনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ ফেব্রুয়ারী৷৷ ফের ধর্ষণ৷ এবারে উত্তর জেলার চুড়াইবাড়ি থানার অধীন লক্ষ্মীনগরে৷ অভিযুক্ত ব্যক্তির নাম গোপাল চন্দ্র নাথ৷ চুড়াইবাড়ি থানায় এমর্মে একটি মামলা হয়েছে৷ তবে অভিযুক্ত পলাতক বলে গ্রেপ্তার করেত পারছে না পুলিশ৷
সংবাদে প্রকাশ, প্রতিবেশী দোকানদার ঐ গোপাল চন্দ্র নাথ এক মহিলাকে ধর্ষণ করে বলে অভিযোগ৷ তাতে ঐ মহিলা গর্ভবতী হয়ে পড়েছে৷ গত জুলাই মাস থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত বিভিন্ন সময়ে ওই মহিলাকে ধর্ষণ করেছিল৷ ফলে গৃহবধূ গর্ভবতী হয়ে পড়ে৷ তাকে জোর করে গর্ভপাতও করানো হয়৷ ঘটনাকে কেন্দ্র করে ঐ এলাকায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে৷ এদিকে একটি সূত্রে জানা গিয়েছে ঐ মহিলার সাথে অবৈধ প্রণয়ের সম্পর্ক রয়েছে অভিযুক্ত ব্যক্তির৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *