জয়পুর, ৯ ফেব্রুয়ারি (হি.স.): রাজস্থানে পৃথক দু’টি পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন দু’জন| মর্মান্তিক দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৯ জন| তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে| প্রথম দুর্ঘটনাটি ঘটেছে টোঙ্ক জেলায়| পুলিশ জানিয়েছে, ধার্মিক অনুষ্ঠানে যোগ দিতে গাড়িতে করে কোটা যাচ্ছিলেন একই পরিবারের ৬ জন সদস্য| ডেভলি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি ফ্রাক্টরির দেওয়ালে ধাক্কা মারে গাড়িটি| ঘটনাস্থলেই প্রাণ হারান মহেন্দ্র কুমার জৈন (৫৮) নামে এক ব্যক্তি| গুরুতর আহত অবস্থায় ৫ জনকে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে|
দ্বিতীয় দুর্ঘটনাটি ঘটেছে রাজসামান্দ জেলার চাভুজা এলাকায়| দু’টি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারান ১ জন| গুরুতর আহত অবস্থায় ৪ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে|
2017-02-09