BRAKING NEWS

পুনরায় ভারী তুষারপাত ভূস্বর্গে, শ্রীনগরে তাপমাত্রা নামল হিমাঙ্কের নিচে

J&Kশ্রীনগর, ৯ ফেব্রুয়ারি (হি.স.): পুনরায় ভারী তুষারপাত হল কাশ্মীর উপত্যকায়| আর সঙ্গে সঙ্গেই ভূস্বর্গের তাপমাত্রা নেমে গেল হিমাঙ্কের নিচে| বৃহস্পতিবার আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, গত ২৪ ঘন্টায় পহলগাঁও-এ এক সেন্টিমিটার পর‌্যন্ত তুষারপাত হয়েছে| তুষারপাত হয়েছে উপত্যকার অন্যত্রও| তুষারপাতের সঙ্গে সঙ্গেই কাশ্মীর উপত্যকার বিভিন্ন জায়গার তাপমাত্রা হিমাঙ্কের নিচে নেমে গিয়েছে|
ৱুধবার রাতে জম্মু ও কাশ্মীরের গ্রীষ্মকালীন রাজধানী শ্রীনগরের সর্বনিম্ন তাপামত্রা ০.৪ থেকে নেমে যায় ১.২ ডিগ্রি সেলসিয়াসে| উত্তর কাশ্মীরের গুলমার্গে সর্বনিম্ন তাপমাত্রা ছিল মাইনাস ৯.০ ডিগ্রি সেলসিয়াস|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *