BRAKING NEWS

বাড়ি খঁুজে বের করতে ডিজিটাল ঠিকানা, কেন্দ্র চালু করছে আধারের আদলে নম্বর

Government of Indiaনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ ফেব্রুয়ারি৷৷ দেশের সমস্ত বাড়ি গুলির ওপর কড়া নজরদারির ব্যবস্থা শুরু করতে চলেছে কেন্দ্রীয় সরকার৷ প্রত্যেক বাড়ির জন্য ডিজিটাল আইডি নম্বর ইস্যু করা হবে৷ এই আইডি নম্বরই বাড়ির ঠিকানা এবং যাবতীয় তথ্যাবলির প্রামাণ্য তথ্য হিসেবে সবক্ষেত্রেই গ্রহণযোগ্য হবে৷
তাহলে কি সেই ডিজিটাল আইডি নম্বর৷ জানা গেছে, প্রত্যেক বাড়ির জন্য ইউনিক ডিজিটাল আইডি নম্বর জারি করা হবে৷ অনেকটা আধার নম্বরের মতই৷ তাতে, প্রত্যেক বাড়ির ভৌগোলিক অবস্থান দেখে আট অঙ্কের ডিজিটাল ঠিকানা নম্বর জারি করা হবে৷ জিপিএস’র সাথে এই নম্বর ট্যাগ করা থাকবে৷ ফলে, সে বাড়ি সহজে খঁুজে বের করা সম্ভব হবে৷ সূত্রের বক্তব্য, সারা দেশে কত বাড়ি রয়েছে তার সঠিক তথ্য নেই রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের কাছে৷ একই মালিকানাধীন পৃথক স্থানে বাড়ি রয়েছে এমনও অনেক ব্যক্তি আছেন এদেশে৷ যারা আয়করে তাদের সম্পত্তি হিসেবে দেখান না সে বাড়িগুলি৷ সম্পত্তি করও অনেকেই মিটিয়ে দিচ্ছেন না৷ সূত্রের বক্তব্য, এই আইডি নম্বর চালু করার মাধ্যমে সহজেই চিহ্ণিত করা যাবে কারা সম্পত্তি কর দিচ্ছেন না৷ এমনকি একই ব্যক্তির নামে কতগুলি বাড়ি রয়েছে৷ জানা গেছে, কেন্দ্রীয় সরকারের স্মার্ট সিটি প্রকল্পের আওতায় এই ব্যবস্থা কার্যকর হবে৷ এই পদ্ধতি চালু করে সহজে যে কোন বাড়ির ঠিকানা, তার অবস্থান ও বাড়ির মালিক সম্পর্কে বিস্তারিত জানা যাবে৷ এমনকি, কোন অপরাধ করে গা ঢাকা দিতে চাইলে তাও সহজে সম্ভব হবে না৷ কারণ, প্রত্যেক বাড়ি জিপিএসের আওতায় থাকার দরুণ সহজেই খঁুজে বের করা সম্ভব হবে৷ এরই পাশাপাশি কোন ধরনের দুর্ঘটনা কিংবা প্রাকৃতিক দুর্যোগ ঘটলে নির্দিষ্ট বাড়িতে উদ্ধারকারী দল সহজেই পৌঁছে যেতে পারবেন৷
সূত্রের বক্তব্য, এই পদ্ধতি চালু করার পেছনে মূল লক্ষ্য হল বেআইনী সম্পত্তির মালিকদের খঁুজে বের করা৷ ইউনিক আইডি নম্বরের মাধ্যমে কোন তথ্যই অজানা থাকবে না৷ সূত্র জানিয়েছে, জমির দলিল থেকে শুরু করে বাড়ি তৈরির প্ল্যান, অবস্থান, মালিকের পূর্ণ তথ্য এবং পঞ্জীকৃত ঠিকানা সমস্ত কিছু ঐ ইউনিক আইডি নম্বরে নথিভুক্ত করা হবে৷ এর সাথে আধার নম্বরেরও সংযুক্তিকরণ হবে৷ বাড়ির মালিকের প্যান নাম্বার থাকলে সেটাও ইউনিক আইডি নম্বরে নথিভুক্ত করা হবে৷ তাতে সম্পত্তির মালিক কোন মতেই কোন কিছুই গোপন করতে পারবেন না৷ জিপিএস’র সাথে ট্যাগিংয়ের মাধ্যমে ঐবাড়ির দেওয়া তথ্য সঠিক কিনা তাও যাচাই করা সম্ভব হবে৷ সূত্রের দাবি, কোন বাড়ির মালিক তথ্য ভুল দিলে তার বিরুদ্ধে ব্যবস্থাও নেওয়া হতে পারে৷ সূত্রটি জানিয়েছে, এই ব্যবস্থাটি চালু হলে সারা দেশে বাড়ির ঠিকানার প্রমাণ হিসেবে ইউনিক ডিজিটাল নম্বরটি জমা দিলেই হবে৷ এর বাইরে আর কিছুই লাগবে না৷ আপাতত বেঙ্গালুরুতে শুরু হচ্ছে এই ইউনিক আইডি নম্বর৷ ২৫লক্ষ বাড়িতে এই ব্যবস্থা কার্যকর করার বিষয়ে অন্তিম পর্যায়ের আলোচনা চলছে৷ সূত্রটি জানিয়েছে, মাস খানেকের মধ্যেই বেঙ্গালুরুতে এই পদ্ধতি প্রাথমিকভাবে চালু করা হবে৷ এর সাফল্যের ভিত্তিতে গোটা দেশে চালু করা নিয়ে পরবর্তী সিদ্ধান্ত নেবে কেন্দ্রীয় সরকার৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *