নয়াদিল্লি, ৩ ফেব্রুয়ারি (হি.স.): সাতসকালে রাষ্ট্রপতি ভবনের অ্যাকাউন্টস ব্রাঞ্চে আগুন লেগে তুমুল আতঙ্ক ছড়াল| শুক্রবার সকাল ৮.৪৫ মিনিট নাগাদ রাষ্ট্রপতি ভবনের অ্যাকাউন্টস ব্রাঞ্চে আগুন লাগে| যদিও, অল্প সময়ের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়| এই ঘটনায় হতাহতের কোনও খবর নেই, তবে আগুনের লেলিহান শিখায় বেশ কিছু ফার্ণিচার নষ্ট হয়ে গিয়েছে|
দমকলের পদস্থ এক কর্তা জানিয়েছেন, সকাল তখন ৮.৪৫ মিনিট হবে| ফোন করে জানানো হয় রাষ্ট্রপতি ভবনের অ্যাকাউন্টস ব্রাঞ্চে আগুন লেগেছে| আগুন নেভাতে দ্রুত ঘটনাস্থলে পেঁৗছয় দমকলের মোট ৬টি ইঞ্জিন| প্রায় ১০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়| আগুন লাগার প্রকৃত কারণ জানা না গেলেও, দমকল কর্মীদের প্রাথমিক অনুমান শর্টসার্কিট থেকেই হয়তো আগুন লেগেছে|
2017-02-03

