BRAKING NEWS

তৃণমূলের হইহট্টগোলে তপ্ত সংসদ, গান্ধীমূর্তির সামনে ধর্না

tmcনয়াদিল্লি, ৩ ফেব্রুয়ারি (হি.স.): মাঝে অল্প কয়েকদিনের বিরতি মাত্র| শুক্রবার থেকে পুনরায় স্বমহিমায় মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের সাংসদরা| শুক্রবার অধিবেশনের শুরু থেকেই প্রতিবাদে সোচ্চার হয়ে ওঠেন তৃণমূল সাংসদরা| তাঁদের দাবি, রোজভ্যালি-কাণ্ডে অন্যায়ভাবে তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় ও তাপস পালকে গ্রেফতার করা হয়েছে| তৃণমূল সাংসদরা ক্রমাগত চিত্কার-হইহট্টগোল করতে থাকলে দুপুর পর‌্যন্ত মুলতুবি করা হয় লোকসভার অধিবেশন| তৃণমূল সাংসদদের উদ্দেশ্যে স্পিকার সুমিত্রা মহাজন বলেছেন, ‘জিরো আওয়ারে এই বিষয়টি উত্থাপণ করার জন্য আপনাদের অনুমতি দেওয়া হবে| তবে প্রশ্নত্তর পর্বে নয়…| আমি আপনাদের সাবধান করছি|’
অধিবেশন শুরুর আগে সংসদ ভবনে গান্ধীমূর্তির পাদদেশে এদিন ধর্না দেন তৃণমূল সাংসদরা| সেখানে লোকসভা সদস্যদের পাশাপাশি রাজ্যসভার সাংসদরাও ছিলেন| সিবিআই দেখিয়ে তাঁদের ভয় দেখানো যাবে না বলে স্লোগান দিতে থাকেন তৃণমূল সাংসদরা| গান্ধীমূর্তি থেকে মিছিল করে প্রধানমন্ত্রীর বাসভবনের দিকে যান তৃণমূল সাংসদরা| উল্লেখ্য, এবারের বাজেট বয়কট করেছিল তৃণমূল|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *