স্বচ্ছ ভারত অভিযান নিয়ে সিনেমা, ছবির নাম ‘মেরে পেয়ারে প্রধানমন্ত্রী’

Swaach Bharat copyমুম্বাই, ১ ফ্রেবুয়ারি (হি.স.) : স্বচ্ছ ভারত অভিযান নিয়ে সিনেমা বানাতে চলেছেন রাকেশ ওমপ্রকাশ মেহরা| ছবির নাম মেরে পেয়ারে প্রধানমন্ত্রী | মোদী সরকারের আমলে স্বচ্ছ্ব ভারত নিয়ে যা কাজকর্ম হয়েছে সেটাই ছবির বিষয়বস্তু|
মেহরা জানিয়েছেন, ছবিটি একটি আট বছরের ছেলের গল্প| নাম কানাইয়া| সে তার মায়ের জন্য একটি শৌচালয় বানাতে চায়| গান্ধীরাম (রুরা) থেকে ঘুরে আসার পর এই পরিকল্পনা তাঁর মাথায় আসে| মেহরা বলেছেন, আমি মিলখা সিং, ভগত্ সিং, মির্জ়িয়ার কথা বলেছি| কিন্তু গত তিন বছর ধরে আমি একটি চিত্রনাট্য নিয়ে গবেষণা করছি| এবার সেই ছবিটি আমি বানাব|
তিনি আরও জানিয়েছেন, তিনি পূর্বভারতের কথা খুব বেশি জানেন না| তিনি সেসব বলতেও পারবেন না| কিন্তু সেখানকার গল্প তিনি তৈরি করতে পারবেন| আজ সারা পৃথিবী ইন্টারনেটের সাহায্যে হাতের মুঠোয় চলে এসেছে| এখনই এই ধরনের গল্প বলার উপযুক্ত সময় বলে মনে করেন মেহরা|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *