BRAKING NEWS

অপরাধে নজর রাখতে কলকাতা জুড়ে বসানো হবে সিসিটিভি ক্যামেরা

cctv-logo_318-52471কলকাতা, ১১ জানুয়ারি (হি.স.) : শহরজুড়ে যাবতীয় অপরাধে নজর রাখতে কলকাতা জুড়ে ক্যামেরার জাল বিছোচ্ছে কলকাতা পুলিশ| কলকাতার বিভিন্ন রাস্তায় এখনই হাজারখানেক সিসিটিভি ক্যামেরা বসানো আছে |
পুলিশের কর্তারা মনে করেন, একাধিক ঘটনার তদন্তে অগ্রগতি এনেছে সিসিটিভি ফুটেজ| সম্প্রতি সিসিটিভি ফুটেজের সাহায্যে বেশ কিছু মামলার নিষ্পত্তিও হয়েছে | গত বছর রেড রোডে কুচকাওয়াজের মহড়ায় এক জওয়ানকে গাড়িচাপা দিয়ে মেরে ফেলার ঘটনাতেও রেড রোডের সিসিটিভি ক্যামেরাই চিহ্নিত করেছিল অভিযুক্তদের |
আবার এজেসি বোস রোডের এক হোটেলের সামনে রাস্তা থেকে এক মহিলার দেহ উদ্ধার হওয়ার ঘটনাতেও রাস্তার সিসিটিভি ক্যামেরা পুলিশকে সাহায্য করেছিল খুনিকে শনাক্ত করতে| বর্ষবরণের রাতে এক অভিনেত্রীর শ্লীলতাহানির ঘটনাতেও অভিযুক্তদের গ্রেফতার করায় কাজে এসেছে সিসিটিভি ফুটেজ | তাই শহর কলকাতার প্রায় চার হাজার কিলোমিটার রাস্তাই এ বার তারা মুড়ে ফেলতে চায় সিসিটিভি ক্যামেরায় |
আগামী কয়েক মাসের মধ্যেই সারা শহরে ২০০ মিটার অন্তর কয়েক হাজার সিসিটিভি ক্যামেরা বসানোর কাজ শুরু হতে চলেছে | পুলিশ সূত্রে তাই বলা হচ্ছে , পুরোনো ক্যামেরাগুলির সঙ্গে নতুন কয়েক হাজার ক্যামেরা কাজ করতে শুরু করলে শহরে অপরাধ দমন এবং তদন্ত, সবেতেই সুবিধা হবে পুলিশের বাড়বে নারীসুরক্ষাও|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *