BRAKING NEWS

ফের সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন, পাক সেনার এলোপাতাড়ি গুলিতে এক জওয়ানের মৃতু্য, জখম ২

attackশ্রীনগর, ৩১ অক্টোবর (হি.স.) : কাশ্মীর উপত্যকায় সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন অব্যাহত রেখেছে পাক সেনা| সোমবার সকালে রাজৌরি সেক্টরে পাক সেনার এলোপাতাড়ি গুলি ও মর্টার হামলায় ভারতীয় এক জওয়ানের মৃতু্য হয়েছে| এছাড়া এদিন মেন্ধার সেক্টরেও পাক সেনার গুলিতে দুই ভারতীয় জওয়ান জখম হয়েছেন| আহত জওয়ানদের স্থানীয় সেনা হাসপাতালে ভর্তি করা হয়েছে|
রবিবার রাত থেকে জম্মু-কাশ্মীর আন্তর্জাতিক সীমান্তে এলোপাতাড়ি গুলি ও মর্টার হামলা চালায় পাকিস্তানি রেঞ্জার্স| দিওয়ালির রাতে যখন দেশজুড়ে আনন্দে মাতোয়ারা সাধারণ মানুষ, তখনও উত্তপ্ত জম্মু-কাশ্মীর আন্তর্জাতিক সীমান্ত| সোমবার সেনা সূত্রে জানা গিযেছে, রবিবার রাতে আরএস পুরা, হীরাগনর ও সুচেতাগর সেক্টর লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে পাকিস্তান সেনা| পাল্টা গুলি চালায় ভারতীয় সেনারাও| মধ্যরাত পর‌্যন্ত চলে দুপক্ষের মধ্যে গুলির লড়াই| তবে এই ঘটনায় হতাহতের খবর না থাকলেও এদিন সকালে রাজৌরি সেক্টরে পাক সেনার এলোপাতাড়ি গুলি ও মর্টার হামলায় ভারতীয় এক জওয়ানের মৃতু্য হয়| এছাড়া পুঞ্জ ও মেন্ধার সেক্টরেও চলে গুলির লড়াই| ভারতীয় সেনা ছাউনি লক্ষ্য করে ঝাঁকে ঝাঁকে গুলি আসতে শুরু করে| এ নিয়ে ৪০ বারেরও বেশি সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করল পাকিস্তান|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *