মুলতানের কাছে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় মৃত ৬, আহত ১৫০

ইসলামাবাদ, ১৫ সেপ্টেম্বর (হি.স.): পাকিস্তানের মুলতানের কাছে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় প্রাণ হারালেন ৬ জন| আহতের সংখ্যা pakistanflag১৫০-রও বেশি| বৃহস্পতিবার ভোর রাতে পেশোয়ার থেকে করাচির উদ্দেশে রওনা দিয়েছিল আওয়াম এক্সপ্রেস| মুলতানের কাছে শের শাহ অঞ্চলের ৱুচ রেল স্টেশনের ঢুকছিল ট্রেনটি| তখনই একই লাইন ধরে উল্টো দিক থেকে ছুটে আসা একটি মালগাড়ির সঙ্গে ধাক্কা লাগে আওয়াম এক্সপ্রেসের| লাইনচু্যত হয়ে যায় আওয়াম এক্সপ্রেস-এর ৪টি বগি| ঘটনার জেরে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে|
ঈদের জন্য বেশিরভাগ সরকারি কর্মীই ছুটিতে ছিলেন| তাই দুর্ঘটনার পরই উদ্ধারকাজ শুরু করা যায়নি| দিনের আলো ফোটা পর‌্যন্ত অপেক্ষা করতে হয়| তারপর হাত লাগান জেলা প্রশাসনের উদ্ধারকর্মীরা| লাইনচু্যত কামরার মধ্যে আটকে পড়া যাত্রীদের টেনে বের করে আনা হয়| গুরুতর আহতদের স্থানীয় চিকিসাকেন্দ্রে পাঠানো হয়েছে| দুর্ঘটনায় ট্রেনের ইঞ্জিনটি ক্ষতিগ্রস্ত হয়েছে| রেল সূত্রের খবর, আহত ১৫০ জনের মধ্যে ১০ জনের অবস্থা সঙ্কটজনক| রেল আধিকারিক সায়মা বশির জানিয়েছেন, কী ভাবে দুর্ঘটনাটি ঘটল তা তদন্ত করে দেখা হবে|