ডেপুটেশন ঘিরে রণক্ষেত্র সোনামুড়া এসডিএম অফিস ব্যাপক ভাঙচুর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ সেপ্ঢেম্বর৷৷ ডেপুটেশান প্রদানকে কেন্দ্র করে রণক্ষেত্রে পরিণত হল সোনামুড় এসডিএম BJP LOGOঅফিস৷ আগাম অনুমতি নেওয়া সত্ত্বেও এসডিএম ডেপুটেশান গ্রহণ করতে অফিসে উপস্থিত না থাকায় ক্ষুব্ধ বিজেপি কর্মী সমর্থকরা এসডিএম অফিসে হামলা ও ভাঙচুর চালায়৷ প্রচুর সরকারি সম্পত্তি ভেঙ্গে চুরমার করে দেওয়া হয়েছে৷ পুলিশ থাকলেও নীরব দর্শকের ভূমিকা পালন করেছে৷ এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে৷ ডেপুটেশানের নামে এক ন্যাক্কারজনক ঘটনার সাক্ষী রইল সোনামুড়াবাসী৷ এই ঘটনার নিন্দার ঝড় উঠেছে সচেতন মহলে৷ বুধবার ভারতীয় জনতা পার্টি রাজ্যব্যাপী কর্মসূচীর অঙ্গ হিসেবে সোনামুড়া মন্ডল কমিটির উদ্যোগে ১১ দফা দািিব নিয়ে এক ডেপুটেশন প্রদান করতে যায় সোনামুড়া মহকুমা শাসকের নিকট৷ কিন্তু সেখানে গিয়ে বিজেপি কর্মী সমর্থকরা মহকুমা শাসক সুমিত লোধকে তার দপ্তরে না পেয়ে বিক্ষোভ দেখাতে শুরু করে৷ একটা সময় ক্ষুব্ধ বিজেপি কর্মী সমর্থকরা মহকুমা শাসকের চেম্বারে প্রবেশ করে এবং ব্যাপক ভাঙচুর চালায়৷ ভেঙ্গে ফেলা হয় এসডিএম কক্ষের চেয়ার টেবিল সহ বিভিন্ন সামগ্রী৷ কক্ষের বাইরে লাগানো নেইম প্লেটটিও ভেঙ্গে ফেলে বিজেপির একাংশ উশৃঙ্খল কর্মী সমর্থকরা৷ এখানেই ক্ষান্ত থাকেনি বিজেপি কর্মী সমর্থকরা৷ মহকুমা শাসক কার্যালয় থেকে বেরিয়ে সোনামুড়া চৌমুহনীতে পথ অবরোধে বসে বিজেপি নেতা কর্মী সমর্থকরা৷ পথ অবরোধের ফলে চরম ভোগান্তির শিকার হতে হয়েছে যাত্রী সাধারণকে৷ সোনামুড়া কাঁঠালিয়া ও সোনামুড়া আগরতলা সড়কে উভয় দিক থেকে আসা গাড়ি আটকে পড়ে অবরোধের ফলে৷ প্রায় দুই ঘন্টা অবরোধ চলার পর ঘটনাস্থলে আসেন বিজেপির রাজ্য  সভাপতি বিপ্লব কুমার দেব৷ তিনি বিজেপির  কর্মী সমর্থকদের সাথে কথা বলেন এবং সড়ক অবরোধ মুক্ত করেন৷ যদিও সম্পূর্ণ ঘটনায় পুলিশ নীরব দর্শকের ভূমিকা পালন করেছে বলে অভিযোগ প্রত্যক্ষদর্শীদের৷ বিজেপির রাজ্য সভাপতি বিপ্লব কুমার দেব সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান গত ২৩ জুলাই আগরতলায় আইপিএফটির তান্ডবের প্রসঙ্গ তুলে বলেন, সেদিনের ঘটনায় পেছনে হাত ছিল শাসক সিপিএমের৷ আর আজকের এই এসডিএম কার্যালয়ে তান্ডবের পেছনেও হাত রয়েছে সিপিএমের৷ এর পেছনে কোন বিজেপি কর্মী সমর্থকদের হাত নেই৷ বিজেপির রাজ্য সভাপতি বিপ্লব কুমার দেব হুমকি দেন, আগামী দিনে তার দল রাজ্যের যে কোনস্থানে সভা মিছিল কিংবা যে কোন ধরনের আন্দোলন কর্মসূচী সংগঠিত করার ক্ষেত্রে রাজ্য প্রশাসনের কোন রকম আগাম অনুমতি নেবেন না৷ তাছাড়া আগামীদিনে বিজেপি দল সড়ক অবরোধ, বন্ধ সহ বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে রাজ্যের সুকল, কলেজ, অফিস আদালত এমনকি রাজ্যজুড়ে প্রশাসনকে পঙ্গু করে দেওয়া হবে বলেও হুমকি দেন বিজেপি রাজ্য সভাপতি৷