রেগার মজুরী না পেয়ে গ্রাম প্রধানকে পঞ্চায়েতে তালাবন্দী করলেন শ্রমিকরা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ সেপ্ঢেম্বর৷৷ রেগার বকেয়া মজুরীর দাবীতে সোনামুড়া ধনপুর পঞ্চায়েত অফিসে প্রধান ও school lockedউপপ্রধানকে তালাবন্দী করে বিক্ষোভ প্রদর্শন করেন রেগা শ্রমিকরা৷ তিন ঘন্টা পর ব্লক কর্তৃপক্ষের আশ্বাসের ভিত্তিতে শ্রমিকরা তালবান্দী দশা থেকে প্রধান ও উপ প্রধানকে মুক্ত করেন৷
রেগার বকেয়া মজুরী মিটিয়ে না দেওয়ায় দীর্ঘদিন ধরেই ক্ষোভ ধুমায়িত হচ্ছিল শ্রমিকদের মধ্যে৷ শুক্রবার সোনামুড়ার ধনপুর পঞ্চায়েতের রেগা শ্রমিকরা পঞ্চায়েত প্রধান ও উপ প্রধানকে পঞ্চায়েত অফিসে তালাবন্দী করেন৷ দীর্ঘ তিন ঘন্টা অফিসে তালাবন্দী অবস্থায় থাকেন৷ শ্রমিকদের অভিযোগ দুই বছর আগের মজুরীর টাকা এখনও পাননি তারা৷ শুধু তাই নয়, মজুরীর ন্যায্য টাকা থেকে অনেক কম টাকা দেওয়া হয়েছে৷ তাতে তীব্র ক্ষোভ প্রকাশ করেন শ্রমিকরা৷ আজ ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটে৷ তালাবন্দী করা হয় প্রধান ও উপ প্রধানকে৷ ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে সোনামুড়া থানার পুলিশ৷ শাসক দলের ক্যাডার রঞ্জিত দেবনাথ পুলিশের সামনেই আন্দোলন থেকে শ্রমিকদের সরে যেতে হুমকি দেয় বলে অভিযোগ৷
প্রায় তিন ঘন্টা পর ব্লক কর্তৃপক্ষের কাছ থেকে প্রতিশ্রুতি পাওয়ার পর প্রধান ও উপ প্রধানকে তালাবন্দী দশা থেকে মুক্তি দেন শ্রমিকরা৷