প্রশাসন ব্যবস্থাকে জনমুখি করতে আমলা-আধিকারিকদের প্রতি আহ্বান মুখ্যমন্ত্রী সর্বানন্দের

গুয়াহাটি, ১০ সেপ্টেম্বর, (হি.স.) : প্ৰশাসন ব্যবস্থা এবং আমলা-আধিকারিকরা হচ্ছেন একটি দেশের জনসাধারণ ও সরকারের Assam Chief Ministerমধ্যে মূল সংযোগের মাধ্যম আমলা-আধিকারিকদের সহযোগিতা ছাড়া সরকারের জনকল্যাণমূলক প্রকল্পগুলির সফল বাস্তাবয়ন সম্ভব নয় তাই, প্ৰশাসনের উচ্চ থেকে নিম্নস্তর পর্যন্ত সকল আধিকারিক-কৰ্‌মচারীকে টিম আসাম হিসেবে কাজ করতে হবে এবং সকলকেই তাঁদের কাজ নিষ্ঠার সঙ্গে পালন করতে হবে| আজ ২০১৩ এবং ২০১৫ বৰে্‌ষর অসম প্ৰশাসনিক সেবার আধিকারিকদের সঙ্গে স্থানীয় খানাপাড়ায় আসাম অ্যাডমিনিস্ট্রেটিভ স্টাফ কলেজে মত-বিনিময় অনুষ্ঠানে এভাবেই বক্তব্য পেশ করছিলেন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়াল ভাষণে তিনি বলেন, সৰ্বসাধারণ জনতার উন্নয়নে এবং তাঁদের মধ্যে বিশ্বাস জাগাতে সকল আমলা-আধকারিকদের কাজে মনোনিবেশ করতে হবে|
মুখ্যমন্ত্রী বলেন, অসমের প্ৰধান শক্তি হচ্ছে রাজ্যে গ্রাম, গ্রামাঞ্চলের উন্নয়ন এবং নবপ্ৰজন্মের প্ৰতিভা বিকাশের জন্যও আধিকারিকদের সক্ৰিয় ভূমিকা গ্ৰহণ করতে হবে|
একই অনুষ্ঠানে রাজ্যের ডিটিও-দের সঙ্গেও বৈঠক করেন মুখ্যমন্ত্রী| রাজস্ব সংগ্ৰহ সম্পর্কে আলোচনা হয় এই বৈঠকে| তাছাড়া, বেপরোয়া বাস চালকদের বিরুদ্ধে আরও কড়া অবস্থান নিতেও নির্দেশ দিয়েছেন তিনি| নিয়ম ভঙ্গকারী বাসচালকদের প্রয়োজনীয় জরিমানা করতে প্ৰশাসনকে উদ্যোগ নিতে বলেছেন তিনি| রেজিস্টার্ডশূন্য গাড়িঘোড়াকে বাজেয়াপ্ত করা, বহির্রাজ্যের যানবাহনের ওপর তীক্ষ্‌ণ দৃষ্টি রাখতে সরকার বদ্ধপরিকর, এ কথাও জানিয়েছেন মুখ্যমন্ত্রী|