পৃথক স্থানে পথ দূর্ঘটনায় গুরুতর জখম তিনজন

নিজস্ব প্রতিনিধি, চুড়াইবাড়ি, আগরতলা, ৯ সেপ্ঢেম্বর৷৷ এক ভয়ংকর পথ দুর্ঘটনা থেকে প্রাণে রক্ষা পেল সাত বছরের এক ACCIDENTসুকল ছাত্রী৷ আহত ছাত্রীর নাম রশ্মিতা আচার্য্য৷ পিতা রতন আচার্য্য৷ চুড়াইবাড়ির প্রেমতলার বাসিন্দা৷ রশ্মিতা আচার্য্য প্রতিদিনেরমতো বিদ্যালয়ে যাওয়ার সময়ে ঘটে এই দুর্ঘটনা৷ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারাও প্রতিদিনের মতো আজকে বিদ্যালয়ে দেরিতে আসেন৷ প্রেমতলার উত্তর ফুলবাড়ি উচ্চ বুনিয়াদি বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা রয়েছেন আটজন৷ কিন্তু প্রতিদিনই বিদ্যালয়ে আসে বেলা এগারটায় বলে এলাকাবাসী অভিযোগ করেন৷ শিক্ষকরা আসার পর বিদ্যালয়ের মেনি গেইটের তালা খোলা হয়৷ ততক্ষণ বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা গেইটের আশপাশে ঘোরাঘুরি করে৷ বিদ্যালয়ের সামনেই রয়েছে চুড়াইবাড়ি কদমতলার প্রধান সড়ক৷ পাশে রয়েছে প্রেমতলা বাজার, সেখানেও ছাত্রছাত্রীরা চলে যায়৷ বেলা এগারটা থেকে সাড়ে এগারটা পর্যন্ত গেইট বন্ধ থাকাতে পূর্বেও ঐ সুকলের ছাত্রছাত্রীরা দুর্ঘটনার শিকার হয়েছে৷ তেমনি আজও সুকলের গেইট বন্ধ দেখে রাস্তার পাশে ঘোরাঘুরি করার সময় দুর্ঘটনার শিকার এক সুকল ছাত্রী৷ রাস্তার উপর হাঁটার সময় একটি বাইক বেপরোয়াভাবে এসে সুকলে ছাত্রী রশ্মিতা আচার্য্যকে ধাক্কা মেরে চলে যায়৷ সাথে সাথে রাস্তার উপর পড়ে সুকল ছাত্রী৷ তড়িঘড়ি আহত ছাত্রীকে নেওয়া হয় কদমতলা গ্রামীণ হাসপাতালে৷ তখন এলাকাবাসী উত্তেজিত হয়ে সুকলের গেইট ও টাউনবাড়ি ওয়াল ভাঙচুর করেন৷ সাথে সাথে সুকলের প্রধান শিক্ষক শ্যামাপ্রসাদ সরকারের সাতে ফোনযোগে কথা বললে তিনি ঘটনাস্থলে অর্থাৎ বিদ্যালয়ে আসেননি৷ এনিয়ে স্থানীয় এলাকাবাসীর মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে৷ তারপর উত্তেজিত জনতা চুড়াইবাড়ি কদমতলা সড়কটি অবরোধ করে বসেন৷ ঘটনাস্থলে ছুটে আসেন চুড়াইবাড়ি থানার বিশাল পুলিশ বাহিনী৷ এরপর সুকলের শিক্ষক উত্তেজিত জনগণ, চুড়াইবাড়ি থানার ওসি সহ বিদ্যালয়ের ভিতর একটি মিটিং বসে৷ মিটিংয়ে জনগণ ও সুকল ছাত্রছাত্রীদের আশ্বস্ত করে অবরোধ মুক্ত করেন ও পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে৷ এদিকে আহত সুকল ছাত্রীর অভিভাবকদের দাবি ঐ সুকলে নিয়মিত শিক্ষক শিক্ষিকারা এসে গেইট খুলেন এবং স্কুলের সামনে চুড়াইবাড়ি কদমতলা সড়কের উপর একটি স্পিড ব্রেকার যেন অতি শীঘ্রই দেন৷ অন্যথায় আগামীদিনে ভয়াবহ দুর্ঘটনার শিকার হবে উত্তর ফুলবাড়ি বুনিয়াদি বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা৷
অপরদিকে এলাকাবাসীর অভিযোগ সুকলের শিক্ষক শিক্ষিকারা মর্জিমাফিক সুকলে আসছেন, সুকল কামাই করছেন৷ সুকলের দালান বাড়ি মেরামতির জন্য অর্থ বরাদ্দ হলেও সংস্কারের কোন উদ্যোগ নিচ্ছে না সুকল কর্তৃপক্ষ৷ ফলে সুকলের ভেতর জল পড়ছে৷ বৃষ্টি আসলে পাঠদান বন্ধ হয়ে পড়ে ছাত্রছাত্রীর৷ আবার কেউ কেউ বলছেন স্বর্ণযুগের ত্রিপুরার এই হল শিক্ষাঙ্গণের আসল চেহারা৷
পথ দুর্ঘটনায় গুরুতরভাবে আহত হলেন বাবা ও মেয়ে৷ আহতরা হলেন দুলাল দেবনাথ ও তার মেয়ে সোনালী দেবনাথ৷ তাদের বাড়ি ধনপুর৷ দুর্ঘটনাটি ঘটেছে মেলাঘর থানার তুলামুড়া এলাকায়৷
পথ দুর্ঘটনা নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে৷ মেলাঘর থানাধীন তুলামুড়ায় পথ দুর্ঘটনায় আহত হয়েছেন বাবা ও মেয়ে৷ জানা যায়, ধনপুরের দুলাল দেবনাথ তার মেয়ে সোনালীকে নিয়ে বাইকে করে কাকড়াবনে শ্বশুর বাড়িতে যাচ্ছিলেন৷ মেলাঘর থানার তুলামুড়া এলাকায় একটি দ্রুতগামী মারুতি গাড়ি বাইককে পেছন দিক থেকে এসে ধাক্কা দিয়ে পালিয়ে যায়৷ বাইক নিয়ে ছিটকে পড়ে বাবা মেয়ে দুজনই গুরুতরভাবে আহত হয়েছেন৷ স্থানীয় লোকজনরা আহতদের উদ্ধার করে প্রথমে মেলাঘর হাসপাতালে নিয়ে যান৷ সেখান থেকে তাদের জিবিতে স্থানান্তর করা হয়৷ আহতদের মধ্যে দুলাল দেবনাথের অবস্থা সংকটজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য কলকাতায় পাঠানো হয়েছে৷ পুলিশ এব্যাপারে একটি মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত শুরু করেছে৷