নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (হি.স.) : কানপুরের গ্রিনপার্ক স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে নামার আগে ভারতীয়
টেস্ট দলের অধিনায়ক বিরাট কোহলি নিজের নতুন হেয়ার স্টাইল স্যোসাল মিডিয়া পোস্ট করলেন| স্যোসাল মিডিয়া ইনস্টাগ্রামে নতুন হেয়ার স্টাইলের ছবি পোস্ট করেছেন টিম ইন্ডিয়ার টেস্টঅধিনায়ক| নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিন টেস্টের সিরিজ শুরু হচ্ছে|
আগামী ২২ সেপ্টেম্বর কানপুরের গ্রিনপার্ক স্টেডিয়ামে প্রথম টেস্ট শুরু হবে| ভারত ঘরের মাঠে ভারতের ১৩টি টেস্টের প্রথম টেস্ট এটি কিউইদের বিরুদ্ধে বিরাট অ্যান্ড কোং| দ্বিতীয় টেস্ট খেলবে ইডেন গার্ডেন্সে আগামী ৩০ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর| সিরিজের শেষ টেস্টহবে ইন্দোরে ৮ অক্টোবর থেকে|
2016-09-10

