দীপী কর্মকার ও বিশ্বেশ্বর নন্দীকে সংবর্ধনা দিল মহিলা কমিশন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ সেপ্ঢেম্বর৷৷ রাজ্যের সোনার মেয়ে ও দেশের গর্ব দীপা কর্মকার ও কোচ বিশ্বেশ্বর নন্দীকে photo-4শুক্রবার সংবর্ধনা জ্ঞাপন করল ত্রিপুরা রাজ্য মহিলা কমিশন৷ শুক্রবার সুকান্ত একাডেমিতে আয়োজিত এক অনুষ্ঠানের মধ্য দিয়ে দীপা কর্মকার ও বিশ্বেশ্বর নন্দীকে এই সংবর্ধনা জ্ঞাপন করা হয়৷
সদ্য সমাপ্ত রিও অলিম্পিকে মহিলাদের জিমন্যাস্টিক্স ক্যাটাগরিতে অসামান্য অবদানের জন্য রাজ্যের সোনার মেয়ে দেশের গর্ব দীপা কর্মকারকে এবং তার প্রশিক্ষক দ্রোণাচার্য পুরস্কার প্রাপ্ত বিশ্বেশ্বর নন্দীকে শুক্রবার সংবর্ধনা দিল রাজ্য মহিলা কমিশন৷ এই উপলক্ষ্যে সুকান্ত একাডেমিতে এক অনুষ্ঠানের আয়োজন করে রাজ্য মহিলা কমিশন৷ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র ড প্রফুল্লজিৎ সিনহা ৷ অনুষ্ঠানে উত্তরীয় পরিয়ে এবং বাঁশবেতের কারুকার্যে গঠিত উপহার সামগ্রী দিয়ে দীপা কর্মকার ও বিশ্বেশ্বর নন্দীকে সংবর্ধনা জ্ঞাপন করা হয়৷
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে আগরতলা পুর নিগমের মেয়র ড প্রফুল্লজিৎ সিনহা বলেন, তিনি মনে করেন দীপাকে সংবর্ধনা জানানোর একমাত্র অধিকার রয়েছে রাজ্য মহিলা কমিশনের৷ যারা মহিলাদের নিয়ে কাজ করেন এবং মহিলা কমিশনের কাছ থেকে সংবর্ধনা পাবার একমাত্র যোগ্য ব্যক্তির নাম দীপা কর্মকার৷ ড সিনহা আরো জানান, আমাদের শহরে অনেক কিছুই আছে যা দেশের বিভিন্ন রাজ্যেও আছে৷ এর মধ্যে নতুন সংযোজন দীপা কর্মকার৷ এই সংবর্ধনা অনুষ্ঠানে রাজ্য মহিলা কমিশনের চেয়ারপার্সন মণিকা দত্তরায়ও বক্তব্য রাখেন৷