বারুইপুর, ৯ সেপ্টেম্বর (হি.স.) : নিখোঁজ থাকা এক কিশোরীকে উদ্ধার করল রেলপুলিশ| ট্রেনের কামরা থেকে তাকে উদ্ধার করা হয়েছে বলে রেলপুলিশ সূত্রে জানা গিয়েছে| বৃহস্পতিবার দুপুর থেকে বছর ১৭-র ওই কিশোরী নিখোঁজ ছিল| রাতে ডাউন লক্ষ্মীকান্তপুর লোকাল থেকে তাকে উদ্ধার করে রেলপুলিশ|
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার দুপুরে বাড়ি থেকে বেরিয়ে কাকদ্বীপের উদ্দেশ্যে রওনা হয়েছিল ওই কিশোরী| ডাউন মাতৃভূমি লোকালে মেয়েটিকে দেখে সন্দেহ হয় কর্তব্যরত মহিলা পুলিশ কর্মীদের| তারা জিজ্ঞাসাবাদ শুরু করলে ওই কিশোরীর কথায় অসঙ্গতি ধরা পড়ে| রাতেই তাকে কাকদ্বীপ রেলপুলিশের দফতরে নিয়ে যাওয়া হয়| সেখানে মোবাইল ফোন মারফত তার পরিবারের সঙ্গে যোগাযোগ করেন রেলপুলিশ কর্মীরা|
পুলিশের অনুমান, মোবাইল ফোন মারফত পরিচয় হওয়া কোনও যুবকের সঙ্গে দেখা করতেই সে কাকদ্বীপ যাচ্ছিল| শুক্রবার সকালে বারুইপুর রেলপুলিশের দফতর থেকে তার বাবার হাতে তুলে দেওয়া হয় কিশোরীকে|
2016-09-10