জম্মু-কাশ্মীরে কলেজ পড়ুয়াদের স্কুটি দিচ্ছেন মুখ্যমন্ত্রী মেহৱুবা মুফতি

শ্রীনগর, ৯ সেপ্টেম্বর (হি.স.) : জঙ্গি কমান্ডর ৱুরহান ওয়ানির মৃতু্যর পর এখনও অশান্ত কাশ্মীর| চলছে দফায় দফায় বনধ J&Kএবং কারফিউ| কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী রাজনাথ সিং-এর সঙ্গে উপত্যকার পরিস্থিতি নিয়ে ইতিমধ্যেই বেশ কয়েকবার বৈঠক করেছেন জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী মেহৱুবা মুফতি| দিল্লিতে সর্বদলীয় বৈঠকও বসেছে| তাতে উপত্যকা আগের তুলনায় কিছুটা শান্ত হলেও, উত্তাপ এখনও রয়েছে| আর তার মধ্যেই এবার উপত্যকার ছাত্রীদের পড়াশোনা করতে যাতে কোনও অসুবিধা না হয়, তার জন্য কলেজ পড়ুয়াদের স্কুটি দিলেন জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী মেহৱুবা মুফতি |
জানা যাচ্ছে, স্কুটি স্কিমে মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই ৩০০ জন কলেজ পড়ুয়াকে স্কুটি দিয়েছেন | পড়ুয়াদের পড়াশোনার মান যাতে কোনওভাবে না কমে, তার জন্যই ওই ৩০০ ছাত্রীকে স্কুটি দেওয়া হয় বলে জানা যাচ্ছে |

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *