নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ই সেপ্ঢেম্বর৷৷ ইদ-উল-জুহা উপলক্ষ্যে রাজ্যপাল তথাগত রায় রাজ্যের মুসলিম সম্প্রদায়ের
নাগরিকদের শুভেচ্ছা জানি- য়েছেন৷ এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেছেন, ইদ-উল-জুহা অথবা বকরিদ উৎসবের অর্থেই হচ্ছে আত্মত্যাগ৷ এই উৎসব সারা দেশেই মুসলিম সম্প্রদায়ের নাগ- রিকগণ পালন করে থাকেন৷ এই উৎসব ভালোবাসার ও বন্ধুত্বের বন্ধনকে শক্তিশালী করার পাশাপাশি সমাজের সব অংশের মানুষের মধ্যে শান্তি ও শুভবোধকে সুদৃঢ় করবে বলে তিনি আশা প্রকাশ করেন৷
এদিকে, মুখ্যমন্ত্রী মানিক সরকার বিশেষ করে রাজ্যে বসবাসরত ইসলাম ধর্মবলম্বী ভাই-বোনদের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়েছেন৷ এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেছেন, ত্যাগ-সহিষ্ণুতা – সহমর্মিতার আবহে উদযাপিত এই উৎসব আমাদের ঐতিহ্যবাহী মৈত্রীয় বন্ধনকে আরও সুদৃঢ় করবে বলে আমর বিশ্বাস৷ সকলের প্রতি সৌভাতৃত্ব ও আন্তরিকতার প্রকাশে ঈদ-উজ-জুহা আনন্দোজ্জ্বল হয়ে উঠুক৷
2016-09-10

